'চাঁদনি'-র ৫৬ তম জন্মদিন, মা-কে স্মরণ করে পোস্ট জাহ্নবির

  • ৫৬তম জন্মদিনে শ্রীদেবী
  • তাঁর মৃত্যুর পরে কেটে গিয়েছে একটা বছর 
  • আজও তিনি আছেন সবার মনে
  • তাঁর জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে গেল সোশ্যাল মিডিয়া 

২০১৮-এর ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবির মৃত্যুর খবরে হতবাক হয়েছিল ভারতীয় চলচ্চিত্র জগত। দুবাই-এর হোটেলে বাথটবে ডুবে তাঁর মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই রহস্য তৈরি করেছিল। মঙ্গলবার সেই শ্রীদেবীর-ই ৫৬ তম জন্মবার্ষিকী। আর তাঁকে যে আজও কতটা মিস করেন তাঁর আদরের জাহ্নবি, সেই ছবি উঠে এল জাহ্নবির সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে। 

শ্রীদেবির মৃত্যুর কিছুদিন পরেই মুক্তি পেয়েছিল জাহ্নবির প্রথম ছবি 'ধড়ক'। যা তাঁর মা দেখেও যেতে পারেননি বলে বেশ আপশোস করেছিলেন জাহ্নবি। এমনকী তাঁর বেশ কিছু সাক্ষাৎকারে তাঁকে কাঁদতেও দেখা যায়। বার বার তাঁর মুখেও উঠে আসে তাঁর মায়ের কথা। সেই জাহ্নবির -ই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে উঠেএল মা-এর প্রতি তাঁর ভালোবাসার অনুভূতি। আজও তিনি মা-কে কতটা মিস করেন তাই জানালেন তার এই পোস্টে।

Latest Videos

জাহ্নবি তাঁর ইনস্টাগ্রামে মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন 'শুভ জন্মদিন মাম্মা, আই লভ ইউ।'
তবে শুধু জাহ্নবি নয় শ্রীদেবী যে আজও তাঁর বিশেষ বন্ধু হিসাবে তাঁর কাছে বেঁচে আছেন তা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনর মণিশ মলহোত্রা। তিনি সোশ্যাল মিডিয়ায় শ্রীদেবী-র একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন 'মিস ইউ'। 

প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর কেটে গিয়েছে একবছর। কিন্তু তিনি যে আজও সবার মনের মধ্যে বেঁচে আছেন তাঁর জন্মদিনে এমন সব শুভেচ্ছাবার্তা তারই প্রমাণ দিচ্ছে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র