এখনও জ্বলছে আগুন
সাহায্যের হাত বাড়াল জুহি পুত্র
মোট ২৮ হাজার টাকা অর্থ সাহায্য
কিছুই জানতেন না জুহি
তিনমাস ধরে দাউদাউ করে জ্বলছে অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। ইকিমধ্যেই প্রাণ হারিয়েছে হাজার হাজার পশুপাখি। বেঘোরে প্রাণ হারিয়েছে ২৫জন সাধারণ মানুষ। আমাজনের পর এবার অষ্ট্রেলিয়ার পাশে দাঁড়াতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। সেই তালিকাতে সর্বাধিক নজর কেড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি মোটা অঙ্কের টাকা দান করেছেন এই খাতে।
আরও পড়ুনঃ 'পূজা'র চরিত্রে ঝড় তুলে এবার আয়ুষ্মান সমকামী, মুহূর্তে ট্রেলার ছড়ালো দুনিয়ায়
আরও পড়ুনঃ বয়ফ্রেন্ডকে নিয়ে নৈশভোজে মালাইকা, গার্লফ্রেন্ড-কে নিয়ে হাজির আরবাজপুত্র
সেই তালিকাতে এবার নাম লেখালেন জুহি চাওলার পুত্র। নিজের পকেটমানি বাঁচিয়ে মোট ২৮ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করল অর্জুন। নিজেই এই খবর জানিয়েছেন জুহি চাওলা। তাঁর মতে, কিছুই জানতেন না তিনি। তাঁর দুই সন্তানই পরিবেশকে ভিষণ ভালোবাসেন। দিনের পর দিন এই দাবানলের খবর শোনার পরই এমন সিদ্ধান্ত নিল অর্জুন।
৩০০ পাউন্ড সাহায্য করার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। প্রশংসিতও হয় অর্জুন। প্রকৃতিপ্রেমি অর্জুনের এই পদক্ষেপে জুহিও বেশ আনন্দিত। এই সিদ্ধান্ত নিজেই নিয়েছেন অর্জুন। হাজার হাজার পুলিশকে বিপর্যয় মোকাবিলাতে নিয়োগ করা হয়েছে। হেলিকপ্টারে করে দেওয়া হচ্ছে জলও। তবুও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।