হাতে ও কাঁধে ব্যাথা হচ্ছিল, আগের দিন রাত্রে ফোনে স্ত্রীকে জানিয়েছিলেন কেকে।

তিরিশ তারিখ রাত্রেও  স্ত্রী কে ফোনে জানান যে তাঁর হাতে ও কাঁধে ব্যাথা হচ্ছে।  আর পরের দিন রাতের মধ্যেই সব শেষ।
 

কলকাতায় নজরুল মঞ্চে শো করতে এসে জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। জানা যায়, অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করছিলেন শিল্পী। হোটেলে ফেরার পর রুমে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন ঘনিষ্ঠরা। কিন্তু বৃথা চেষ্টা, বাঁচানো যায়নি তাঁকে। লালবাজার সূত্রে জানা গেছে, গত ৩০ তারিখ থেকেই হাত ও কাঁধে ব্যাথা করছিল তাঁর। সেকথা তিনি আগেই নাকি তাঁর স্ত্রীকে জানিয়েছিলেন । 

কেকের মৃত্যুর পর অনুষ্ঠান উদ্যোক্তা দের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি করে আড়াই হাজার দর্শক আসনের জায়গায় সাত হাজার দর্শক ঢুকে পড়ল হলের মধ্যে, তাছাড়া হলের এসি ও ঠিক মতন কাজ করছিল না, বার বার হলের দরজা বন্ধ ও খোলা হচ্ছিল, লোক ঢুকছিল ও বেরোচ্ছিল। কিন্তু সত্যি কি শুধু গরমের লাগার কারনেই অসুস্থ বোধ করছিলেন কেকে? নাকি সত্যি ভিতরে ভিতরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি আগে থেকেই?

Latest Videos

ঘটনার পর থেকেই  কেকে এর ভক্ত দের মনের মধ্যে ঘুর পাক খাচ্ছে একটি প্রশ্ন যে ঠিক কি এমন হয়েছিল তাঁদের প্রিয় গায়কের যার জেরে এভাবে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি? বুধবার  ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কেকে-র মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে 'মায়োকার্ডিয়াল ইনফারকশন' অর্থাৎ চলতি ভাষায়  যাকে আমরা 'হার্ট অ্যাটাক' বলি। অর্থাৎ হৃৎপিণ্ডের পাম্পিং ফেল হওয়া ফলস্বরূপ হৃৎস্পন্দন থেমে যাওয়া।। অর্থাৎ কেকে-র মৃত্যুর পিছনে কোনও 'অন্য' কারণ নেই বলেই উল্লেখ প্রাথমিক রিপোর্টে। তবে গায়ক কেকে-র মৃত্যু ঘটনা কে 'অস্বাভাবিক মৃত্যু' হিসেবে মামলা রুজু করেছে নিউমার্কেট থানা তদন্ত শুরু করে এবং এসএসকেএম হাসপাতালে কেকে-র মরদেহের ময়নাতদন্ত হয়।

আরও পড়ুন- কেকের অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

আরও পড়ুন- কেরিয়ারের শুরু থেকে প্রথম রেকর্ডিং সবটাই কেকে-র হাত ধরে, বন্ধুর শেষ বিদায়ে আবেগঘন বার্তা শান্তনু মৈত্রর

আরও পড়ুন- 'কেকে -কে খুন করল কলকাতা', গায়কের মৃত্যুতে CBI তদন্তের দাবি তুললেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা

 কলকাতায় নজরুল মঞ্চে মঙ্গলবার শো চলাকালীনই অসুস্থ বোধ করতে শুরু করেন কেকে। দরদর করে ঘামছিলেন তিনি। বার বার মুখ, কপাল, মাথা মুছে নিচ্ছিলেন তোয়ালে দিয়ে। টেবিলে রাখা বোতল থেকে বার বার জল খাচ্ছিলেন । যা দেখেই বিশেষজ্ঞরা মনে করছেন, শো-এর মাঝপথেই শরীরে অস্বস্তি হতে শুরু করে তাঁর। কিন্তু হাজার কষ্ট সোয়েও 'কমিটমেন্ট' বজায় রেখে শো শেষ করেন তিনি। পুলিস সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন কেকে দীর্ঘ দিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিলেন। প্রায়ই গ্যাসের ওষুধ খেতেন। ৩০ তারিখ কলকাতায় বসে স্ত্রীর সঙ্গে লাস্ট ফোনে কথা হয়েছিল তাঁর। তাঁকে বলেছিলেন, "আমার কাঁধে এবং হাতে ব্যথা করছে।" কিন্তু শরীরে কষ্ট সহ্য করেও নিজের শেষ দম অবধি তাঁর অনুরাগী দের গান শুনিয়ে চিরবিদায় নিলেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন