বয়স মাত্র ৩৯, বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চিরঞ্জীবী

  • কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সরজা
  • শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা নিয়ে বেঙ্গালুরুর হাসপাতালে ভরতি করা হয় তাঁকে
  • কার্ডিয়াক অ্যারেস্টের জেরে মৃত্যু হয় তাঁর
  • শোকের ছায়া পরিবারে

কন্নড় ছবির অভিনেতা চিরঞ্জীবী সরজার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে। ৭ জুন বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট নিয়ে বেঙ্গালুরু হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। সেখানে কিছু মুহূর্তের জন্য চিকিৎসাধীন হওয়ার পরই মৃত্যু হয় তাঁরে। জানা গিয়েছে কার্ডিয়াক অ্যারেস্টের জেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। 

আরও পড়ুনঃপ্রথম ভারতীয় হিসেবে রিচার্ড ডকিনস পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার, চারিদিকে শিল্পীর জয়জয়কার

Latest Videos

মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৯। সকালবেলা বেঙ্গালুরুর অ্যাপোলো স্পেশ্যালিটিতে ভরতি করা হয়েছিল তাঁকে। চিকিৎসকের তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও দুপুর সাড়ে তিনটে নাগাদ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল সকাল ১১ টা নাগাদ তুমকুড়ের মধুগিরিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃকরোনায় আক্রান্ত মোহিনা অঝোরে কেঁদে উঠলেন লাইভে, কোয়ারেন্টাইনে থাকা যেন এক বিভীষিকা

অল্লু শিরিশ সহ বহু অভিনেতা তাঁর অকালমৃত্যুতে ট্যুইটারে শোকজ্ঞাপন করেছেন। তিনি লেখেন, "হঠাৎ চিরঞ্জীবী সরজার চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। ওঁর পরিবারের প্রতি আমি সমব্যথি।" প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেও ট্যুইটে লিখেছেন, "চিরঞ্জীবী সরজার অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত। আশা করি ওঁর পরিবার এই পরিস্থিতি থেকে সামলে উঠবে।" কর্ণাটকে মুখ্যমন্ত্রী বি এস ইয়েরিউরাপ্পাও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি