সরকারের পাশে দাঁড়ালেন কার্তিক, এক কোটি টাকা অনুদান করলেন অভিনেতা

  • সরকারকে অর্থ সাহায্য করলেন এবার কার্তিক আরিয়ান
  • করোনার মোকাবিলাতে দিলেন এক কোটি
  • সকল তারকারা এগিয়ে এলেন সাধ্য মত
  • দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৪৭

Jayita Chandra | Published : Mar 30, 2020 11:11 AM IST

ক্রমেই বেড়ে চলেছে দেশের বুকে করোনায় আক্রান্তের সংখ্যা। গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯৯। মৃত্যের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। এখনও পর্যন্ত করোনার জেড়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। বিশেষজ্ঞদের মতে লকডাউনের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যাটা বাড়তে থাকে। আদৌ লক ডাউন কতটা সার্থক তা বোঝা যাবে লক ডাউনের দ্বিতীয় পর্বে। এই পর্যায়ে দেশের করোনা ঠেকাতে সর্বস্তরে তৎপরতা তুঙ্গে।

আরও পড়ুনঃ অবসরে কি সন্তান নেওয়ার কথা ভাবছেন নিক-প্রিয়ঙ্কা, খোলাখুলি জানালেন পিগি চপস

বন্ধ গোটা দেশ, অচল অবস্থা দেশের অর্থনীতির। এমনই পরিস্থিতিতে সাধ্য মত অনুদানের মধ্যে দিয়ে রাজ্য ও কেন্দ্রিয় সরকাররে পাশে দাঁড়াচ্ছেন সকলেই। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় জানাচ্ছে সাধুবাদ। এমনই পরিস্থিতিতে পিছিয়ে রইলেন না সেলিব্রিটিরাও। সাধ্য মত অর্থ সাহায্য করছেন অনেকেই। সেই তালিকাতে এবার নাম লেখালেন কার্তিক আরিয়ন। 

 

 

আরও পড়ুনঃ প্রাক্তনের সঙ্গে বাড়ছে বন্ধুত্ব, 'মেনে নেব না', আলিয়ার দাবিতে বিরক্ত রণবীর

সোমবারই সামনে আসে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার অর্থ সাহায্যের কথা। সোশ্যাল মিডিয়ায় টুইট করে সেই বার্তা দেন তিনি। একইভাবে এদিন সামনে আসে কার্তিক আরিয়ানের অর্থ দানের খবরও। কার্তিক ১ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে। সেই খবর নেট দুনিয়ায় শেয়ার করলেন কার্তিক আরিয়ান। প্রশংসা করলেন নেটিজেনরা। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!