বেলি ডান্স করে ঝড় তুললেন নোরা ফতেহি! ভিডিও দেখে চটে গেলেন কোয়েনা মিত্র

  • জন আব্রাহামের পরমাণু ছবিতে দিলবর গানে আগুন ধরিয়েছিলেন নোরা ফতেহি
  • তারই আবার পুনরাবৃত্তি হতে চলেছে
  • জনের পরবর্তী ছবি বাটলা হাউস-এর একটি গানে আবারও শরীরী বিভঙ্গে ঝড় তুললেন নোরা ফতেহি
  •  সেই গানটিই ইউটিউবে প্রকাশ পেয়েছে
swaralipi dasgupta | Published : Jul 15, 2019 1:30 PM IST

জন আব্রাহামের পরমাণু ছবিতে দিলবর গানে আগুন ধরিয়েছিলেন নোরা ফতেহি। তারই আবার পুনরাবৃত্তি হতে চলেছে। জনের পরবর্তী ছবি বাটলা হাউস-এর একটি গানে আবারও শরীরী বিভঙ্গে ঝড় তুললেন নোরা ফতেহি। সেই গানটিই ইউটিউবে প্রকাশ পেয়েছ। 

২০০৪ সালে মুসাফির ছবিতে ও সাকি সাকি গানটিতে নেচেছিলেন কোয়েনা মিত্র। সেই গানটিই নতুন করে তৈরি হয়েছে বাটলা হাউসের জন্য। গানটি নতুন করে লিখেছেন তনিষ্ক বাগচি। গানটি গেয়েছেন তুলসি কুমার, নেহা কক্কর, ও বি প্রাক। এই গানটিতেই বেলি ডান্স করে নেটিজেনদের মুগ্ধ করেছেন নোরা। 

Latest Videos

তবে এই রিমিক্স ভারশনটি দেখে বেজায় চটেছেন কোয়েনা মিত্র। তিনি একটি টুইট করে বলেছেন, সুনীধী, সুখবিন্দর, বিশাল শেখর অসাধারণ কাজ  করেছিলেন। নতুন ভারশনটি ভালো লাগল না। জঘন্য! এই গানটি খুব হিট করেছিল। কিন্তু নোরা খুব ভালো নেচেছেন। ও আমাদের মান রাখে যেন। 

 

 

নোরা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানান, এই গানটিতে নাচা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তিনি এই গানটিতে নেচে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে দিলবর ও স্ত্রী ছবি থেকে কমরিয়া গানে নেচেও ঝড় তুলেছিলেন নোরা ফতেহি। 


 

 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari