বেলি ডান্স করে ঝড় তুললেন নোরা ফতেহি! ভিডিও দেখে চটে গেলেন কোয়েনা মিত্র

swaralipi dasgupta |  
Published : Jul 15, 2019, 07:00 PM IST
বেলি ডান্স করে ঝড় তুললেন নোরা ফতেহি! ভিডিও দেখে চটে গেলেন কোয়েনা মিত্র

সংক্ষিপ্ত

জন আব্রাহামের পরমাণু ছবিতে দিলবর গানে আগুন ধরিয়েছিলেন নোরা ফতেহি তারই আবার পুনরাবৃত্তি হতে চলেছে জনের পরবর্তী ছবি বাটলা হাউস-এর একটি গানে আবারও শরীরী বিভঙ্গে ঝড় তুললেন নোরা ফতেহি  সেই গানটিই ইউটিউবে প্রকাশ পেয়েছে

জন আব্রাহামের পরমাণু ছবিতে দিলবর গানে আগুন ধরিয়েছিলেন নোরা ফতেহি। তারই আবার পুনরাবৃত্তি হতে চলেছে। জনের পরবর্তী ছবি বাটলা হাউস-এর একটি গানে আবারও শরীরী বিভঙ্গে ঝড় তুললেন নোরা ফতেহি। সেই গানটিই ইউটিউবে প্রকাশ পেয়েছ। 

২০০৪ সালে মুসাফির ছবিতে ও সাকি সাকি গানটিতে নেচেছিলেন কোয়েনা মিত্র। সেই গানটিই নতুন করে তৈরি হয়েছে বাটলা হাউসের জন্য। গানটি নতুন করে লিখেছেন তনিষ্ক বাগচি। গানটি গেয়েছেন তুলসি কুমার, নেহা কক্কর, ও বি প্রাক। এই গানটিতেই বেলি ডান্স করে নেটিজেনদের মুগ্ধ করেছেন নোরা। 

তবে এই রিমিক্স ভারশনটি দেখে বেজায় চটেছেন কোয়েনা মিত্র। তিনি একটি টুইট করে বলেছেন, সুনীধী, সুখবিন্দর, বিশাল শেখর অসাধারণ কাজ  করেছিলেন। নতুন ভারশনটি ভালো লাগল না। জঘন্য! এই গানটি খুব হিট করেছিল। কিন্তু নোরা খুব ভালো নেচেছেন। ও আমাদের মান রাখে যেন। 

 

 

নোরা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে জানান, এই গানটিতে নাচা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। তিনি এই গানটিতে নেচে কৃতজ্ঞ বলেও জানিয়েছেন। প্রসঙ্গত, এর আগে দিলবর ও স্ত্রী ছবি থেকে কমরিয়া গানে নেচেও ঝড় তুলেছিলেন নোরা ফতেহি। 


 

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে