লকডাউনের মাঝে সমস্যায় জর্জরিত বহু মানুষ। কেবল বিশ্বেই নয়, দেশজুড়ে চলছে লকডাউন। ভারতে পাঁচ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। আতঙ্কও ক্রমশ বেড়ে চলেছে। এরই মাঝে চিন্তায় কপালে হাত পড়েছে সাধারণ মানুষের। প্রতিদিনের খাবার, দাবার নিয়ে দুশ্চিন্তায় কাটছে গরীব মানুষেরা। এরই মধ্যে মদ না পেয়ে আত্মহত্যা করার চেষ্টারলেন ভূপতি।
আরও পড়ুনঃ'কেউ চুপ করে রয়েছে মানেই সে দুর্বল নয়', বিতর্ক ঘিরে সাফ জানালেন অজয়
আরও পড়ুনঃবেলা শেষে ছবি দেখে মুগ্ধ অমিতাভ, হাতে লিখে চিঠি পাঠিয়ে ছিলেন স্বাতিলেখাকে
প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমার ছেলে ভূপতি নাকি মানুসিক অবসাদে ভুগছিলেন। কারণ, মদ। মদ না পাওয়ায় একাধিক ঘুমের ঔষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। যদিও ঘটনার সত্যতা এখনও যাচাই করা হচ্ছে। সূত্রের খবর, লকডাউনে মদ বিক্রি বন্ধ হয়ে গিয়েছে। যার কারণে আত্মহত্যা করার চেষ্টা করেন ভূপতি।
আরও পড়ুনঃলকডাউনে ভক্তদের জন্য বিশেষ নিবেদন, ভিডিও পোস্ট পাওলির
ঘুমের ঔষুধ খাওয়ার কারণে এপ্রিলের ৭ তারিখ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিবার এই ঘটনায় রীতিমত স্তব্ধ হয়ে গিয়েছে। অন্যান্য কিছু সূত্রের খবর, ভূপতির শারীরিক অসুস্থতার জন্য নাকি ঘুমের ঔষুধ প্রেসক্রাইব করেছেন ডাক্তার। তবে ভূপতি ভুল করে বেশি ঔষুধ খেয়ে ফেলেন।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস