শৈশবের স্মৃতি উষ্কে মোনালি-র ঠোঁটে 'ঠাট', আল্পস থেকে শেয়ার ভিডিও

  • মোনালির গলায় ঠাট
  • শাস্ত্রীয় সঙ্গীত চর্চার প্রথম ধাপ
  • আল্পস থেকে ভিডিও শেয়ার
  • মুহূর্তে ভাইরাল গান

সঙ্গীত চর্চার হাতেখড়ি অধিকাংশ গায়ক-গায়িকারই শৈশবে। খুদে বয়সে সুর তাল লয় না বুঝেই কেবলই মগজাস্ত করার পালা চলে সকলেরই। এমনই সময় গুরু কিংবা শিক্ষকের অনেক ছোট ছোট টিপস অনেক বড় কাজ করে দিয়ে যায়। যা থেকে ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ নেওয়াটা অনেক বেশি সহজতর হয়ে যায়। মোনালি ঠাকুরের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। 

আরও পড়ুনঃ চিকিৎসায় সারা দিচ্ছেন শাবানা, বিপদ কাটিয়ে পরিবারের সঙ্গে বাক্যালাপ

Latest Videos

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর টুইট কপি করে তোপের মুখে উর্বশী, সমালোচনার ঝড় নেটদুনিয়ায়

শাস্ত্রীয় সঙ্গীত শেখার প্রথম ধাপই ঠাট চর্চা। কিন্তু ছোট বয়সে দশ ঠাট মনে রাখা কোনও শিশুর পক্ষেই সম্ভব নয়। অথচ যদি তা গানের আকারে তাঁদের অভ্যাসে পরিণত করে দেওয়া যায়, তবে তা মুহূর্তে কচিকাঁচাদের মুখে মুখে ফিরতে থাকে। মোনালি ঠাকুরকেও তেমনই জ্ঞান দেওয়া হয়েছিল। একটি গানের মধ্যে দিয়েই তাঁর গুরু বেঁধে দিয়েছিলেন দশটি ঠাট।

 

 

বর্তমানে আল্পস পর্বতমালায় ঘুরতে গিয়েছেন মোনালি ঠাকুর। সেখানেই অবসরে বসে সেই স্মৃতি উষ্কে গান ধরলেন গায়িকা। শেয়ার করলেন সেই ভিডিও। যদিও এই ভিডিওতে মাত্র চারটি ঠাটেরই কলি শোনা যায়। ভিডিওটি শেয়ার করার পর থেকেই পুরো দশ ঠাট শোনার ইচ্ছে প্রকাশ করেন ভক্তরা। বর্তমানে অন্যতম ব্যস্ত গায়িকা মোনালি ঠাকুর। ছুটির মেজাজেও গান থেকে দূরে সরলেন না মোনালি। 

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন