চিকিৎসায় সাড়া দিচ্ছেন শাবানা, বিপদ কাটিয়ে দুদিন পর পরিবারের সঙ্গে কথা

  • শারীরিক অবস্থার উন্নতি ঘটছে
  • আইসিইউ-তে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না
  • শনিবার ভয়াবহ দুর্ঘটনার কবলে শাবানা
  • রিপোর্ট থেকে মিডিয়াকে তথ্য জাভেদের

Jayita Chandra | Published : Jan 20, 2020 10:38 AM IST / Updated: Jan 20 2020, 04:19 PM IST

শনিবার গাড়ি দুর্ঘটনার পরই আইসিইউ-তে রাখা হয় শাবানা আজমিকে। শারীরিক অবস্থার খবর বিস্তারিতভাবে তখনও কিছুই জানাননি ডাক্তারেরা। এরই মাঝে শাবানা আজমির দুর্ঘটনার খবর পেয়ে বলি-পাড়ার ঢল নামে হাসপাতাল চত্বরে। একের পর এক সেলিব্রিটিরা তাঁকে দেখাতে আসেন। অভিনেত্রীর আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ার পাতা ভরতে থাকে টুইটে।

আরও পড়ুনঃ অ্যাসিড আক্রান্তের মেক-আপে টিকটক, নেট দুনিয়ায় তোপের শিকার দীপিকা

আরও পড়ুনঃ বি-টাউনে নয়া জুটি, রণবীরের বিপরীতে এবার কে, ফাঁস করলেন অভিনেত্রী নিজেই

শনিবার প্রাথমিক চিকিৎসার পর বেশ কিছু পরীক্ষা করা হয়। তারই রিপোর্ট প্রকাশ্যে আসার পর জানা যায়অভিনেত্রী মাথায়, শিরদাঁড়া ও ঘাড়ে চোট পেয়েছেন শাবানা। যদিও বিস্তারিত রিপোর্ট অনুযায়ী ভয়ের কোনো কারণ নেই। হাসপাতাল পক্ষ থেকে স্পষ্টই এই বিষয় জানিয়ে দেওয়া হয়। মিডিয়াকে জাভেদ আখতার জানান যে, বর্তমানে আইসিইউ-তে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। 

শরীরের কোনও অংশে কোনও বড় ক্ষতি হয়নি। বিপদ মুক্ত বর্তমানে শাবানা আজমি। কিন্তু এখনই বার করা হবে না আইসিইউ থেকে। শনিবারই ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন শাবানা আজমি। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ফলেই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই গাড়ির চালকের নামে থানায় ডাইরি করা হয়েছে। যদিও গাড়ির চালকও যখম। ফলে এখনই পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। 

Share this article
click me!