মানি হাইস্টের অভিনেত্রী ইটজ্যায়ার ইতুনো আক্রান্ত করোনায়।
এই মুহূর্তে দেশ-বিদেশের প্রতিটি সিরিজের মধ্যে সবচেয়ে চর্চিত সিরিজ।
নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচের মধ্যে এই সিরিজের নাম শীর্ষে।
সেই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র রাকেল মুরিওয়র চরিত্রে অভিনয় করছেন ইটজ্যায়ার।
Adrika Das | Published : Apr 15, 2020 10:18 PM / Updated: Apr 15 2020, 10:22 PM IST
মানি হাইস্ট। সবচেয়ে চর্চিত সিরিজের মধ্যে সেরা। নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচিং সিরিজ গুলির মধ্যে প্রথমেই রয়েছে মানি হাইস্টের নাম। এই স্প্যানিশ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্র ইন্সপেক্টর রাকেল মুরিওয়র চরিত্রে অভিনয় করছেন স্প্যানিশ অভিনেত্রী ইটজ্যায়ার ইতুনো। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে সকলকে জানান করোনা পজিটিভ তিনি।
এখনও পর্যন্ত বিদেশের বিনোদন জগতে একে একে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তের তালিকায়। যেখানে ড্যানিয়েল ডে কিম, ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফার হিফজুর নাম রয়েছে।