দীপাবলিতে ভক্তদের জন্য নয়া লুকে সানি
প্রকাশ্যে এল সানির নতুন আইটেম ডান্স
সেই গানের শ্যুটিং-এই স্টেপ ভুল করলেন সানি
সকলের সামনেই কান ধরলেন অভিনেত্রী
দীপাবলিতে এবার ফ্লোর কাঁপাতে হাজির সানি লিওন। হট লুকেই ধরা দিলেন ফ্রেমে। সঙ্গে নাওয়াজ উদ্দিন সিদ্দিকি। বহস্পতিবার মুক্তি পেয়েছিল বাতিয়া বুঝাদো দানটি। সেখানেই নাচের তালে ফ্লোর কাঁপালেন সানি লিওন। দীপাবলিতে ভক্তদের জন্য এটাই ঠিল তাঁর উপহার। সম্প্রতিই শেষ হয়েছে মতিচূর চাকনাচূর ছবির কাজ। সেই ছবিরই গান মুক্তি পেল সম্প্রতি। সেখানেই হট লুকে ধরা দিলেন সানি।
তবে ফ্রেমে অনবদ্য ভাবে ধরা দিলেও ক্যামেরার পেছনের গল্পটা ঠিক কেমন! প্রকাশ্যে আনলেন সানি নিজেই। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে দেখা যায় তাঁকে গানের একটি সিক্যুয়েন্সে নাচতে। হট লুকে পোজ দিতে গিয়েই বেমালুম স্টেপ ভুলে গেলেন সানি। সকলের সামনেই ক্ষমা চেয়ে কানও ধরে নিলেন নিঃসংকোচে।
বিটাউনে এখনও আইটেম গানের চল তুঙ্গে। অনেক ছবিরই প্রচারের মূলে থাাকে এই গান। বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীর চাহিদাও সেই খাতে থাকে তুঙ্গে। সম্প্রতি সেই তালিকায় নাম লিখিয়েছেন সানি লিওন। রাইস ছবিতে শাহরুখ খানের সঙ্গে তাঁকে প্রথম আইটেম ডান্সে দেখা গিয়েছিল। এবার বাতিয়া বুঝাদো গানের সঙ্গে নেচে আবারও সকলের নজর কাড়লেন অভিনেত্রী।