এবার 'অসুর' দমনে নুসরত, প্রকাশ্যে সাংসদের নয়া লুক

নতুন লুকে ধরা দিলেন নুসরত জাহান

শাড়ি পড়ে হিন্দু সাজেই চুপ করালেন নেটিজেনদের

নির্বাচন, বিয়ের পর আবারও পর্দায় নুসরত

নিজের নতুন লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নুসরত

 

বিয়ের পরই নুসরতের পোশাক নিয়ে বেজায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। নেটিজেনদের এবার যোগ্য জবাব দিয়েই প্রকাশ্যে নুসরত জাহানের নতুন লুক। স্বয়ং দেবী দূর্গার ভূমিকায় এবার দেখা যাবে তাঁকে। না, মহালয়ার প্রাতকালে নয়, দূর্গা রূপী অদিতি-র দেখা মিলবে চলতি বছর শীতে।

আরও পড়ুনঃ নাইট ক্লাবে দেব-রুক্মিনী, প্রকাশ্যে 'ট্রিপি লাগে'-র ভিডিও

Latest Videos

বিয়ে, সংসদ সামলে এবার নুসরত ফিরতে চলেছেন নিজের চেনা ছন্দে। আবারও লাইট-ক্যামেরা অ্যাকশন। জিৎ অভিনীত পরবর্তী ছবি অসুর-এ এবার মুখ্যভূমিকাায় দেখা যাবে তাঁকে। সেই লুকই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিলেন নুসরত জাহান।

 

 

কয়েকদিন আগেই এই ছবির প্রথম পোস্টার মুক্তি পেয়েছিল। যেখানে অসুর রূপে ধরা দিয়েছিলেন খোদ টলিউড অভিনেতা জিৎ। লম্বা চুল, সুঠাম চেহারা, হাতে ধূনচি নিয়ে ক্যামেরা বন্দী জিৎ। ছবির পরিচালনায় থাকছেন পাভেল। তবে এবার শরতের আমেজে নয়, শীতের সকালেই দেখা মিলবে অসুর-এর। পুরো দমে চলছে এখন ছবির কাজ।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় বিজলি-র নাম, এই প্রথম অস্কার-এর জন্য ছবি বাছাই কলকাতাতে

ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কেও। ছবির অপর এক আকর্ষণ হল এই ছবিতে জিৎ-এর বিপরীতে থাকছেন নুসরত জাহান। বিয়ে ও সাংসদ হওয়ার পর আবারও পর্দায় ফিরছেন নুসরত। ফলে তা ঘিরে বর্তমানে দর্শকদের মধ্যে কৌতুহলের পারদ স্বাভাবিকভাবেই চরমে পৌঁছল। 

 

 

তবে গল্পের মোড় খানিকটা ভিন্ন, দূর্গা-অসুর সম্পর্ক নয়, নিপাঠ একজন শক্তিধর মানুষের গল্প, যেখানে স্থান পাবে প্রেম থেকে শুরু করে সম্পর্ক। পাভেলের ছবি নিয়ে এখন বেজায় কৌতুহলে থাকেন দর্শকেরা। রসগোল্লা ছবির পর আবারও ক্যামেরার পেছনে থাকছেন পাভেল। ফলে আবারও নতুন ধরনের ছবির অপেক্ষায় রইলেন দর্শকেরা। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News