টাইগার নয়, এবার আদিত্যর সঙ্গে রোম্যান্সে মাতলেন দিশা

  • দিশার সঙ্গে রোম্যান্সে এবার আদিত্য
  • বিচের ধারে উষ্ণতা ছড়ালেন দুই তারকা
  • মুক্তি পেল পরবর্তী ছবির গান
  • মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

টাইগারের সঙ্গে সম্পর্ক ছেদের পরই দিশাকে পাওয়া গিয়েছিল সলমন খানের বিপরীতে। ভরত ছবিটির আইটেম ডান্সে ফ্লোর কাঁপিয়ে ছিলেন দিশা পাটানি। কোন্তু কোথাও গিয়ে যেন সেভাবে লাইম লাইটে ছিলেন না আর। একের পর এক ছবির প্রস্তাব আসলেও পর্দার বাইরে সেভাবে দেখা যেত না দিশাকে। যদিও ২০১৯-এর শেষে অভিনেত্রী অন্তর্বাসের বিজ্ঞাপনে ঝড় তুলেছিলেন নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃ জেএনইউ কাণ্ডে দোষীদের শাস্তির আবেদন, আসল সত্য খোঁজার দাবি জানালেন কঙ্গনা

Latest Videos

এবার প্রকাশ্যেই রোম্যান্স মাতলেন দিশা আদিত্য রায় কাপুরের সঙ্গে। কখনও সমুদ্রের বিচে, কখনও আবার একান্তে রাতের অন্ধকারে। সবটাই বর্তমানে ছবির খাতিরে। দিশার আগামী ছবি মালঙ্গ। সেখানেই তাঁর বিপরীতে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। মুক্তি পেল মালঙ্গ ছবির গান। সেখানেই নয়া লুকে দেখতে পাওয়া গেল দিশাকে। 

মালঙ্গ ছবির গান মুক্তির পর থেকেই তা উষ্ণতা ছড়ালো নেট দুনিয়ায়। চল ঘর চলে গানের সঙ্গে এবার গা ভাসালেন দুই তারকা। রোম্যান্টিক এই গানে অনবদ্য রোম্যান্টিক এই জুটি। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ছবির কাজ শেষ। এখন পোস্ট প্রডাকশনের কাজ নিয়ে ব্যস্ত মালঙ্গ টিম। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি। 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু