জ্বরের মধ্যে শুভশ্রীর শ্যুটিং, রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ মায়ের

Published : Jan 11, 2020, 12:26 PM ISTUpdated : Jan 11, 2020, 12:36 PM IST
জ্বরের মধ্যে শুভশ্রীর শ্যুটিং, রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ মায়ের

সংক্ষিপ্ত

রাজের মায়ের সঙ্গে শুভশ্রীর কথপোকথন জ্বারের মধ্যেই শ্যুটিং সারলেন অভিনেত্রী খবর শুনে কী বললেন রাজের মা ভিডিও শেয়ার করলেন রাজ 

বিয়ের পর থেকেই একের পর এক ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত রাজ শুভশ্রী জুটি। তাই আবহাওয়াকে উপেক্ষা করেই চলছে ছবির কাজ। একাধিক ছবি পাইপ লাইনে। ফলে সময় নষ্ঠ করার মত সময় কারুর হাতেই নেই। ফলে অসুস্থ অবস্থাতেই শুভশ্রীকে নিয়ে শ্যুটিং সারছেন রাজ চক্রবর্তী। 

আরও পড়ুনঃ মাঠে নয়, ভারতীয় ক্রিকেটদলের গুগলি এবার দাদাগিরি-র সেটে

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী। সেখানেই দেখা গেল রাজের মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছে শুভশ্রী। গায়ে জ্বর। মাথা টিমে আদর করেই শিশুদের মত আগলে রেখেছেন শুভশ্রীকে। বললেন, শুভশ্রী একটা ছোট শিশুর মত। তাতে দিয়ে এভাবে শ্যুটিং কেন করানো হল! রাজের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন মা। মাথায় জল পট্টি দিয়েই নাকি বেরিয়ে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। 

ছেলের বিরুদ্ধে একাধিক নালিশ জানিয়ে শুভশ্রীর হয়ে মুখ খুললেন রাজের মা। জানালেন, 'অন্য কোনও অভিনেত্রী হলে চলে আসত, আগে শরীর। যাকে নিয়ে কাজ করছিস তাঁর শরীরের প্রতিও যত্ন রাখাটা প্রয়োজন।' তবে বর্তমানে খানিকটা ভালো আছেন শুভশ্রী। ভিডিওর মাধ্যমেই রাজ জানালেন, 'এখন দুদিন ছুটি।' মায়ের আদেশ, রবিবার নিজেই গাড়ি চালিয়ে শুভশ্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন রাজ। যদিও তিনি জানান, শ্যুটিং বাতিল করতে হত, কত টাকার ক্ষতি হতে পারত। জোর করে নয়, দায় পড়ে শ্যুটিং করতে হয়েছে রাজকে। রাজের পোস্ট করা এই ভিডিও দেখা মাত্রই শুভশ্রীর সংসারের অন্দরমহলের ছবিটা বেশ পরিষ্কার হয়ে ওঠে। মায়ের মতই তাঁকে আগলে রেখেছেন শাশুড়ি। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?