বাড়িতে এসেছে একরত্তি, কেমন থাকছে প্রিয়াঙ্কা-নিকের মর্ণিং মুড- দেখুন ভিডিও

একরত্তি মেয়েকে বলা ভালো নাজেহাল দশা বাবা নিক ও মা প্রিয়াঙ্কার। তাদের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট তো সেকথাই বলছে।

চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। গভীর রাতেই সুখবর দিয়েছেন এই বলি অভিনেত্রী। মা হওয়ার পর থেকেই প্রিয়াঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে। নতুন অতিথি আসার খবর দিয়েই চুপ ছিলেন প্রিয়াঙ্কা। এমনকী বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল না এই সেলেব কাপলকে। 

তাহলে কি মেয়ে নিয়ে ব্যস্ত দুজনেই, ঠিক তাই। একরত্তি মেয়েকে বলা ভালো নাজেহাল দশা বাবা নিক (Nick Jonas) ও মা প্রিয়াঙ্কার (Priyanka Chopra)। তাদের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট (Nick Jonas shares first post) তো সেকথাই বলছে। নিকের ইনস্টা স্টোরিতে দেখা যায় সকালের এক কাপ গরম কফি উপভোগ করছেন তিনি। দেখে বেশ ক্লান্তই লাগছে তাঁকে।  

Latest Videos

 

সাদা টি শার্টের নিচে সবুজ শার্ট পরে কফির মগে চুমুক দিতে দেখা গিয়েছে নিককে। তার পিছনে সাদা পর্দা, একটি টেলিভিশন এবং বসার জায়গা দিয়ে একটি আধা খোলা জায়গা দেখা যাচ্ছে।  সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, তেমনটাই জানা যাচ্ছে।

২২ জানুয়ারি গভীর রাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।  সারোগেসির মাধ্যমেই মা-বাবা হয়েছেন নিক ও প্রিয়ঙ্কা। মা হওয়ার খবরে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরে গেছে প্রিয়ঙ্কার সোশ্যাল হ্যান্ডেল। বলি তারকা থেকে অনুরাগীরা সকলেই প্রিয়ঙ্কার (Priyanka Chopra) মা হওয়ার খুশিতে শুভেচ্ছা জানিয়েছেন তারকা দম্পতিকে।

আরও পড়ুন-Priyanka Chopra: নিক-প্রিয়ঙ্কার মেয়ের ছবি কি ফাঁস হল ইনস্টাগ্রামে, জোর চর্চা নেটদুনিয়ায়

আরও পড়ুন-Shilpa-Richard : ঠোঁটঠাসা চুম্বনের কেচ্ছায় রেহাই পেলেন শিল্পা, ১৫ বছর পর মুক্ত 'কিস কা কিসসা' থেকে

এদিকে, বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ফারহান-রীতেশের আপকামিং প্রজেক্ট 'জি লে জরা' থেকে সরে দাঁড়াতে চান প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) । আপতত পুরো সময়টাই নিজের মেয়েকেই দিতে চান প্রিয়ঙ্কা চোপড়া।

বলিউডের জনপ্রিয় হিন্দি ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা'-র সঙ্গে মিল রেখে তিন বান্ধবীর রোড ট্রিপের কাহিনি জি লে জরা -নিয়ে আসছেন ফারহান আখতার ও রীতেশের জুটি। ছবির মুখ্য চরিত্রে বাছাই করা হয়েছিল আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে সূত্র বলছে মেয়ে হওয়ার কারণেই ছবি থেকে সরে দাঁড়াতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া।  সূত্র থেকে জানা যাচ্ছে, মা হওয়ার পর থেকে পুরো সময়টাই মেয়েকে দিতে চাইছেন পিগি চপস।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury