দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়িয়ে তোলা হচ্ছে সচেতনতা। সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, সেলিব্রিটি সকলেই নিজের মত করে সচেতন করে চলেছেন সাধারণ মানুষকে। কীভাবে মোকাবিলা করতে হবে পরিস্থিতির সঙ্গে! কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রতিটা মুহূর্তে সেই পাঠ পড়াচ্ছেন সকলকেই। সকলকে বাড়িতে থাকার নির্দেশও দিচ্ছেন তাঁরা।
আরও পড়ুনঃ 'তিন সপ্তাহ বাবার সঙ্গে দেখা নেই, সত্যি ভয় করছেন', করোনায় ভীত সলমন খান
নিয়ম মেনে সকল তারকাই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বাড়ি থেকে না বেড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন হোম কোয়ারেন্টাইনের ছবি। কেউ বাড়িতে করছেন রান্না। একই ছবি ধরা দিয়েছিল নুসরতের ক্ষেত্রে। রান্না ঘরেই সময় কাটছে তাঁর। একের পর এক রেসিপি তিনি তুলে ধরছেন ভক্তদের সামনে। এবার সামনে এল হোম মেড কেক। বাড়িতেই নিখিলের মন পসন্দ কেক বানিয়ে ফেললেন নুসরত।
শুরু হয়েছিল বিরিয়ানি দিয়ে। এরপর থেকে মাঝে মধ্যেই রান্না ঘরের ভিডিও শেয়ার করেছিলেন নুসরত। এবার গরমের মরসুম পড়তেই সামনে উঠে এসেছে আমের রেসিপি। টেবিলে সাজানো আম, পাশে ফ্রেস ক্রিম। নিজে হাতে যত্নসহকারে কেক বানাচ্ছেন নুসরত। পরিচারিকার ছুটি। তাই বাড়িতে নিজে হাতেই সব কাজ করছেন তারকারা। সেই তালিকাতে নাম লিখিয়েছেন বলি থেকে টলি-পাড়া। প্রতিমুহূর্তে শেয়ার করছেন অন্তরমহলের কাহিনি।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা