সিনেমাতে কী তবে নায়ক নিখিল, নজর কাড়ল নুসরতের সোশ্যাল মিডিয়ায় পোস্ট

Published : Oct 18, 2019, 12:20 PM ISTUpdated : Oct 18, 2019, 01:15 PM IST
সিনেমাতে কী তবে নায়ক নিখিল, নজর কাড়ল নুসরতের সোশ্যাল মিডিয়ায় পোস্ট

সংক্ষিপ্ত

আগামী ছবিতে নায়ক কে জল্পনা উষ্কে নুসরতের মজার পোস্ট নিখিলের সঙ্গে তোলা ছবিতেই তৈরি হল পোস্টার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন নুসরত

নির্বাচন, বিয়ে নিয়ে ব্যস্ত থাকার প্রায় এক বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন নুসরত জাহান। অভিনেত্রীর এই কামব্যাকের খবর প্রকাশ্যে আসা মাত্রই ভক্তদের মধ্যে খুশির আমেজ। ছবির নাম অসুর। বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছেছিল সেই ছবির পোস্টার।

 

 

কেবল পোস্টারই নয়, ছবির লুকও সামনে এসেছিল পুজোর মুরশুমেই। যেখানে নুসরতের বিপরীতে দেখা যায় অভিনেতা জিতের ছবি। তবে নুসরতের সোশ্যাল মিডিয়ার পাতায় এ কেমন পোস্ট! বেশ রসিকতার সঙ্গে নুসরত নিখিলেন ছবিকে এডিট করে নাম দিলেন অসুর। শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। ছবি দেখে এক কথায় মনে হতেই পারে তবে ছবিতে নিখিলের দেখা মিলতে চলেছে।

 

 

না, অসুর ছবির সঙ্গে নিখিলের কোনও রকমেরই যোগ নেই। কেবলমাত্র মজার ছলেই এই পোস্ট করেছেন নুসরত। দেবীপক্ষে প্যান্ডেল হোপিং করতে বেড়িয়ে নিখিলের সঙ্গে একগুচ্ছ ছবি তুলেছিলেন তিনি। তারই মধ্যে একটিকে নিয়ে রীতিমত অসুর সাজিয়ে পোস্ট করলেন। ছবির ওপরে লিখেও দিলেন তাঁর আগামী ছবির নাম, অসুর। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?