নুসরত যাচ্ছেন ইসকনের রথযাত্রায়! ভিডিও করে প্রতিক্রিয়া জানালেন তারকা-সাংসদ

  • রথযাত্রায় ইসকন থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন নুসরত
  • ইসকন থেকে আমন্ত্রণ পেয়ে খুশি নুসরতও
  •  নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথাই ভিডিও-র মাধ্য়মে জানালেন বসিরহাটের সাংসদ
swaralipi dasgupta | Published : Jul 2, 2019 11:50 AM IST

হিন্দু ছেলেকে বিয়ে করে এবং সিঁদুর পরে শপথ গ্রহণের অনুষ্ঠানে যাওয়ায় কট্টরপন্থীদের ফতোয়ার শিকার হয়েছেন নুসরত জাহান। যদিও সে সব তোয়াক্কা না করে তিনি জানিয়েছেন, তিনি মুসলিম। কিন্তু সমস্ত ধর্মকেই তিনি সম্মান করেন। ধর্মের উপরে গিয়ে মানবিকতার কথা বলায় ধর্মনিরপেক্ষদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এবার রথযাত্রায় ইসকন থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন নুসরত। 

মন জিতেছেন নুসরত, রথযাত্রায় সাংসদকে বড় সম্মান দিল ইসকন

Latest Videos

জানা গিয়েছে, নুসরতের ধর্মনিরপেক্ষ মনোভাবকে সম্মান জানাতে চাওয়ার জন্যই তাঁকে বিশেষ অতিথির সম্মান দিতে চায় ইসকন। ইসকন থেকে আমন্ত্রণ পেয়ে খুশি নুসরতও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথাই ভিডিও-র মাধ্য়মে জানালেন বসিরহাটের সাংসদ। 

 

 

নুসরত ইসকনের সমস্ত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী ৪ জুলাই রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই ইসকনে উপস্থিত থাকবেন তিনি। তিনি ইসকনের তরফ থেকে মানুষকে আহ্বানও জানিয়েছেন।

প্রসঙ্গত, ইসকনের মুখপাত্র রাধারমন দাস বলেন, 'গোটা বিশ্ব থেকে ইসকনে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষই আসেন। নিজস্ব জাতিগত বৈচিত্র এবং রীতিনীতি দিয়ে তাঁরা ইসকনকে সমৃদ্ধ করেন। নুসরত জাহানের অবস্থানের সঙ্গে আমাদের এই ভাবনা এবং বিশ্বাসের মিল খুঁজে  পেয়েছি। সেই কারণেই একসঙ্গে রথযাত্রা উৎসব উদযাপন করতেই তাঁকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

বিগত কয়েক বছর ধরে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইসকনের রথের উদ্বোধন হয়। এবার তাঁর সঙ্গেই উপস্থিত থাকবেন নুসরত জাহান রুহি জৈন। 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)