জ্বলছে বাংলা, টিকটকে মেতে ট্রোলের শিকার নুসরত

  • সিএবি-র প্রতিবাদে জ্বলছে বাংলা
  • পরিস্থিতি কবলে আনতে তৎপর সকলেই
  • সোশ্যাল মিডিয়ায় ভরছে শান্তির বার্তা
  • এমনই পরিস্থিতিতে টিকটক শেয়ার করলেন নুসরত 

ক্রমেই উত্তাল হয়ে উঠছে বাংলার বিভিন্ন জেলার পরিস্থিতি। কোথাও ট্রেন অবরোধ, কোথাও আবার সমস্যার মুখে পড়ে ভোগান্তিতে নিত্যযাত্রীরা। জায়গায় জায়গায় প্রতিবাদের নামে তাণ্ডবের চিত্র ধরা দিচ্ছে। পরিস্থিতি সামলাতে একাধিকবার সরব হচ্ছেন নেতা মন্ত্রী থেকে সমাজের বুদ্ধিজীবির দল। মানুষকে শান্তির বার্তা পাঠানো হচ্ছে। এমনই পরহিস্থিতিতে বসিরহাটের সাংসদের কাণ্ড দেখে অবাক অনেকেই। 

আরও পড়ুনঃ সিএবি বিভ্রাট, ভূল তথ্যের জেরে নাজেহাল বাদশা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

Latest Videos

না, সোশ্যাল মিডিয়ায় কোনও বার্তা ছিল না। শুক্রবার থেকে জ্বলতে থাকা বাংলার সাংসদ রবিবার শেয়ার করলেন টিকটক ভিডিও। মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হল ভক্তদের মধ্যে। হিন্দি গান ইয়াদ প্রিয়া কি আনে লাগি... তেই হট পোজ নজর কাড়ল সকলের। পাশাপাশি এই মুভ নজর কেড়েছে নেটিজেনদেরও। বাংলার এই পরিস্থিতিতে টিকটক ভিডিও শেয়ার করছেন সাংসদ! অনেকেই তা সঠিক চোখে দেখলেন না। ফলে কড়া সমালোচনার মুখে পড়তে হয় নুসরতকে। 

 

 

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল পরিস্থিতি সামলাতে নাজেহাল প্রশাসন। একাধিক ট্রেন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে, ব্যহত পরিষেবা, কোথাও আটকে পর্যটকেরা, কোথাও আবার রাস্তা বন্ধের ফলে বিপাকে নিত্যযাত্রীরা। এই অবস্থাতে শান্তির বার্তা দেওয়া কিংবা নিজের এলাকার মানুষের খবর কতটা নিচ্ছে সাংসদ, প্রশ্ন উঠছে নেট দুনিয়ায়। যদিও সাংসদ হাজারও ব্যস্ততার মাঝেও উপস্থিত ছিলেন ভোটাভুটির আসরে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari