দিদি নম্বর ১-এ ইলিশ মাছের ঝোল নিয়ে হাজির পপি বউদি, ভাইরাল ভিডিও-তে তোলপাড় নেটদুনিয়া

সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়ো ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে দেখা যাবে ইউটিবার তথা ব্লগার পপি বউদিকে। তারই প্রস্তুতি পর্বের একটি ভিডিয়ো নিজের ফেসবুক প্রফাইলে আপলোড করেছেন তিনি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় সেই ভিডিয়ো।
 

ব্লগের ওপারে নয় এবার একেবারে জি বাংলার পর্দায় হাজির পপি বউদি। তবে তিনি একা নয়, সঙ্গে ছিল শর্ষে ইলিশ, লাউ পাতা বাটা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর চিংড়ি মাছের টক। দিদি নম্বর ওয়ানের সেটে একেবারে রান্নাবান্না নিয়ে হাজির ব্লগার বউদি। 
সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়ো ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে দেখা যাবে ইউটিবার তথা ব্লগার পপি বউদিকে। তারই প্রস্তুতি পর্বের একটি ভিডিয়ো নিজের ফেসবুক প্রফাইলে আপলোড করেছেন তিনি। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় যায় সেই ভিডিয়ো। 
ভিডিয়োয় দেখা যাচ্ছে সকাল থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য জোরকদমে চলছে প্রস্তুতি। জি বাংলার সেটে পপি বউদি হাজির হলেন একেবারে সরঞ্জাম গুছিয়ে। সঙ্গে থাকল নানা সুস্বাদু খাবারদাবারও। ইলিশ থেকে চিংড়ি কিছুই বাদ ছিল না। এদিন পপি বউদির মেনুতে ছিল শর্ষে ইলিশ, লাউ পাতা বাটা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর চিংড়ি মাছের টক। তাঁর রান্নার প্রশংসায় পঞ্চমুখ গোটা সেটের লোকজন। 

Latest Videos

আরও পড়ুন - কোল্ডড্রিঙ্কস মাখা থেকে পটল মাখা-ঘাস মাখা ফেসবুক শাসন করছেন বাণীপুরের মাখাকাকু
এই ভিডিয়ো নেটমাধ্যমে আসতেই শোরগোল পড়ে গেল নেটিজেনদের মধ্যে। গ্রামের ইউটিউবার থেকে একেবারে দিদি নম্বর ওয়ানের মঞ্চ! তাও আবার শর্ষে ইলিশ নিয়ে। গোটা ঘটনায় উচ্ছ্বসিত নেটপাড়া।  

প্রসঙ্গত, কিছুদিন আগেই নেটপাড়ায় ভাইরাল হয়েছিল কাঁচা মাখা কাকু। হাবরার বাণীপুরে কাছে ছোট্টো দোকান চালান বুলান বাবু ওরফে মাখা কাকু। তাঁর দোকানের বৈশিষ্ট হল পটল থেকে কাঁচকলা যাবতীয় কাঁচা সবজি অনায়াসে মেখে দিতে পারেন শুধু তাই নয় সেই কাঁচা সবজি মাখার স্বাদও হয় অতুলনীয়। এলাকায় রীতিমত বিখ্যাত ছিল বুলান বাবুর মাখা সবজি। সম্প্রতি এক ব্লগারের ভিডিয়ো থেকে বুলান বাবুর দোকানের কথা জানতে পারে নেটিজেনরা। 

আরও পড়ুনমাথায় কাঁচের গ্লাসের উপর দু'দুটি সিলিন্ডার, অবলিলায় তেরঙ্গা নিয়ে হাত নাড়ছে যুবক! ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক নেট

বাদাম কাকু, মাখা কাকুর পর এবার নেটপাড়ায় ভাইরাল পপি বউদির মাছে ঝোল। যা কী না স্বাদে গন্ধে মন জয় করেছে জি বাংলার দিদি নম্বর ওয়ানের প্রতিযোগিদেরও। 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের