শীতের ছুটিতে আবারও বলি-টলি টক্কর
দুই বড় বাজেটের ছবি একই সঙ্গে
দাবাং-৩-এর মুখোমুখী প্রোফেসর শঙ্কু
প্রকাশ্যে এল ছবির পোস্টার
বক্স অফিসে পাল্লা দিয়ে প্রতিযোগিতাতে নেমেছে টলিউডের চার ছবি। কড়া টক্করে রয়েছে বলিউডের এক, ওয়ার। তারই মাঝে ছক্কা হাঁকিয়ে চলেছে টলিউড বক্স অফিস। আবার বলি-টলি টক্করে সামিল হতে চেলেছে দুই ছবি। যা ঘিরে বর্তমানে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।
একদিকে ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে সলমন খান অভিনীত ছবি দাবাং-৩, তারই পাশাপাশি টলিউডের বিগ বাজেটের ছবির অপেক্ষায় দর্শকেরা। ষষ্ঠীর দিনই প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। শীতের ছুটিতে বাঙালির একটা গোয়েন্দা ছবি বড় পর্দায় চাই, হয় ফেলুদা, নয় ব্যোমেকেশ, কিংবা এখন কাকাবাবু। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে মিতিন মাসি, তবে পুজো মেজাজে নতুন গোয়েন্দা যেমন বক্স অফিস কাঁপাচ্ছে তেমনই শীতের ছুটিতেও নতুন বিজ্ঞানীর দাপট থাকবে পর্দা জুড়ে।
সন্দীপ রায় পরিচালিত ছবি প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো। তারই শ্যুটিং চলছে এখন জোর কদমে। এতদিন টলিউডে প্রোফেসর শঙ্কুকে নিয়ে কোনও ছবি হয়নি টলিউডে। কারণ তার অধিকাংশ শ্যুটিংটাই প্রয়োজন দেশের বাইরে। অবশেষে সেই অপেক্ষার শেষের পালা। শীতেই মুক্তি পেতে চলেছে এই ছবি।