নট আউট ৭০, থালাইভার জন্মদিনে প্রকাশ্যে পরবর্তী ছবির লুক

Published : Dec 12, 2019, 04:28 PM IST
নট আউট ৭০, থালাইভার জন্মদিনে প্রকাশ্যে পরবর্তী ছবির লুক

সংক্ষিপ্ত

জন্মদিনে প্রকাশ্যে পরবর্তী ছবির লুক সকলের নজর কেড়ে আবারও পর্দায় আসছেন থালাইভা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ছবির পোস্টার ভক্তদরে কাছে রজনীকান্তের জন্মদিনে এটিই সেরা উপহার

বৃহস্পতিবার রজনীকান্তের ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। সকলেই এদিন থালাইবার জন্মদিন পালনে সামিল হলেন। দক্ষিণী ছবিই নয়, বলিউডেও সমান তালে ছবি করে সকলের নজর কেড়েছেন রজনীকান্ত। অভিনয় জীবনে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। 

দক্ষিণী ছবিতে রজনীকান্তের পরবর্তীতেও এসেছে আরও সুপারস্টারেরা। কিন্তু কোথাও গিয়ে আজও তিনি সেরা। অভিনয় জীবনের শুরুর পথটা মসৃণ না হলেও পরবর্তীতে তা নয়া মোড় নেয়। বর্তমানে রজনীকান্ত এশিয়ার দ্বিতীয় সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। তবে জন্মদিন নিয়ে বিশেষ উৎসাহী থাকেন না থালাইভা। দেশের বাইরে গিয়েই পালন করেন নিজের জন্মদিন।

 

 

সোশ্যাল মিডিয়া জুড়ে সব ভক্তরাই সামিল হন সুপারস্টারের জন্মদিন পালনে। এই দিন মুক্তি পেল রজনীকান্তের পরবর্তীর ছবির লুক। ছবির নাম দরবার, প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। এখনও পর্দায় তিনি সুপার হিরো। কয়েকদিন আগে মুক্তি পাওয়া ছবি ওয়েব ২.০ ছবিটিও বক্স অফিসে বিস্তর সাফল্যের মুখ দেখেছিল। এবার জন্মদিনে পরবর্তী ছবির খবর পাওয়া মাত্রই উত্তেজনার পারদ ছড়ালো ভক্তদের মধ্যে।  

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?