হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা প্রদীপ পটবর্ধন, প্রিয়বন্ধুর স্মৃতিচারণায় শোকে ভাসছে চলচ্চিত্র মহল

বিনোদন জগতে ফের নক্ষত্র পতন। মারা গেলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন। মঙ্গলবার সকাল ৭-৮ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের মুম্বই-এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শেষ কয়েক বছর ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ৯ অগাস্ট ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রদীপ পটবর্ধন। 

Ishanee Dhar | Published : Aug 9, 2022 4:17 PM IST

বিনোদন জগতে ফের নক্ষত্র পতন। মারা গেলেন জনপ্রিয় মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধন। মঙ্গলবার সকাল ৭-৮ টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের মুম্বই-এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শেষ কয়েক বছর ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ৯ অগাস্ট ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রদীপ পটবর্ধন। 
অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেত্রী রেনুকা শাহানেও টুইট করে শোকপ্রকাশ করেন। বিকেল ৩টে নাগাদ গিরগাঁওয়ের একটি শ্বশানে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

 


মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টুইট করে লিখেছেন, "তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে সকল দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা প্রদীপ পটবর্ধন। তাঁর অকাল প্রয়াণে মারাঠি চলচিত্র জগৎ একজন মহান শিল্পীকে হারাল। দেবেন্দ্র ফরনবিশ লিখেছেন,"প্রবীণ মারাঠি অভিনেতার অকাল মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। মঞ্চে হাস্যোজ্জ্বল চিরসবুজ মুখ আর দেখা যাবে না এটা খুবই দুঃখজনক।" 


রেনুকা শাহানে লিখেছেন, "ওম শান্তি, প্রদীপ পটনর্ধনের আত্মার শান্তি কামনা করি।" 
সুপ্রিয়া সুলে লিখেছেন,"প্রবীণ মারাঠি অভিনেতা প্রদীপ পটবর্ধনের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত।"
মারাঠি সিনেমায় একের পর এক চোখ ধাঁধাঁনো কাজের নজির রেখেছেন প্রদীপ পটবর্ধন। এক ফুল চার হাফ (১৯৯১), ডান্স পার্টি (১৯৯৫), মি শিবাজিরাজে ভোসলে বোলতে (২০০৯), গোলা বেরিজ (২০১২), পুলিশ লাইন (২০১৬) এবং 1234 (২০১৬) ইত্যাদি না না কাজের জন্য তিনি আজীবণ স্মরণীয় হয়ে থাকবেন। 

 

Read more Articles on
Share this article
click me!