লক ডাউনে রাজ-শুভশ্রীকে বিনোদনের যোগান দিচ্ছে কে, ছবি শেয়ার করলেন দম্পতি

Published : Apr 01, 2020, 05:57 PM IST
লক ডাউনে রাজ-শুভশ্রীকে বিনোদনের যোগান দিচ্ছে কে, ছবি শেয়ার করলেন দম্পতি

সংক্ষিপ্ত

করোনা ঠেকাতে দেশে লক ডাইন  কোয়ারেন্টাইনে সময় কাটাচ্ছেন তারকারা অবসরে রাজ-শুভশ্রী কী করছেন ছবি শেয়ার করলেন তাঁরা 

দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়িয়ে তোলা হচ্ছে সচেতনতা। সরকার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম, সেলিব্রিটি সকলেই নিজের মত করে সচেতন করে চলেছেন সাধারণ মানুষকে। কীভাবে মোকাবিলা করতে হবে পরিস্থিতির সঙ্গে! কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, প্রতিটা মুহূর্তে সেই পাঠ পড়াচ্ছেন সকলকেই। সকলকে বাড়িতে থাকার নির্দেশ দিচ্ছেন তাঁরা। 

আরও পড়ুনঃগান চুরি করে বিপাকে বাদশাহ, ব়্যাপারের বিষয় এ কী বললেন রতন কাহার

নিয়ম মেনে সকলেই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। বাড়ি থেকে না বেড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন হোম কোয়ারেন্টাইনের ছবি। কেউ বাড়িতে করছেন রান্না। কেউ আবার দিয়েছেন ভাত ঘুম। পরিবারের সঙ্গে সময় কাটছে এখন টলি পাড়ার। বাড়িতে থেকে ভক্তদের সঙ্গে নিত্য যোগাযোগ রেখে চলেছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। তাঁরা গৃহবন্দি হয়ে কী করছেন, সেই ছবিও শেয়ার করছেন সকলের সঙ্গে। 

 

 

আরও পড়ুনঃগ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো একাধিক মদের বোতল, ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা

রাজ-শুভশ্রী করোনা নিয়ে একাধিকবার কথা বলেছেন। এবার সামনে এল তাঁদের হোম কোয়ারেন্টাইনের ছবি। বিনোদনের অভাব, সময় কাটছে না, এমনটা নয়। ওয়েব সিরিজ দেখেই সময় কাটাচ্ছেন তাঁরা। পাশাপাশি ধন্যবাদও জানালেন নেটফ্লিক্স, হইচই, জি ফাইভ ও হটস্টারকে। সেখানেই সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ, সবেরই যোগান মিলছে তাঁদের থেকে। সেই ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার