প্রয়াত রাজকাপুর কন্যা ঋতু, নন্দা-বচ্চন-কাপুর পরিবারে শোকের ছায়া

Published : Jan 14, 2020, 12:49 PM ISTUpdated : Jan 14, 2020, 12:50 PM IST
প্রয়াত রাজকাপুর কন্যা ঋতু, নন্দা-বচ্চন-কাপুর পরিবারে শোকের ছায়া

সংক্ষিপ্ত

প্রয়াত রাজকাপুরের বড় কন্যা মুহূর্তে শোকের ছায়া কাপুর পরিবারে বচ্চন পরিবারেও শোক সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন নীতু

মৃত্যুর মুখ থেকে ভাই ফিরলেও দিদি-র ফেরা হল না। বেশ কয়েকবছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন রাজকাপুর কন্যা ঋতু কাপুর নন্দা। শারীরিক অসুস্থতার খবর সেভাবে প্রকাশ্যে উঠে আসেনি। পাশাপাশি ওই একই রোগে বিছানা নিয়েছিলেন ঋষি কাপুর। বাবার ক্যান্সারের খবর নিজেই জানিয়েছিলেন রণবীর কাপুর। তিনি বর্তমানে ভালোই আছেন। 

আরও পড়ুনঃ ১০১ তম জন্মদিন কাইফি আজমির, গুগলের বিশেষ শ্রদ্ধা পোস্ট সাবানার

আরও পড়ুনঃ ভাঙা হাঁটু নিয়ে ফ্রন্ট ফ্লিপ, ব্যালান্স হারিয়ে পড়ে গিয়েছিলেন দিশা

সকলের অগোচরে মৃত্যু কেরে নিল ঋতু কাপুর নন্দাকে। মঙ্গলবার সকালেই এই খবর প্রকাশ্যে আসে। মুহূর্তের মধ্যে শোকের ছায়া পড়ে বি-টাউনে। শোকস্তবদ্ধ কাপুর পরিবার। পাশাপাশি শোকের ছায়া পড়ে বচ্চন পরিবারেও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মঙ্গলবারই শেষ কৃত্য সম্পন্ন হবে। খবর পাওয়া মাত্রই ভিড় জমতে থাকে কাপুর পরিবারে। 

 

 

মঙ্গলবার বেলা দেড়টা নাগাত দিল্লির লোধি রোড মহাশশ্মানে দাহ করা হবে রাজকাপুরের বড় মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানালেন নীতু। গত বছরই স্বামী রাজন নন্দাকে হারিয়েছিলেন নীতু। তাঁদের সন্তান নিখিল নন্দাকে বিয়ে করেছেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন। যার ফলে বচ্চন পরিবারেও শোকের ছায়া।  

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?