সংক্ষিপ্ত

  •  আজ ১০১ তম জন্মদিন কাইফি আজমির
  • জন্মবার্ষিকী উপলক্ষে ডুডল এর মাধ্যমে বিশেষ শ্রদ্ধা জানাল গুগল
  • গুগলের এই বিশেষ শ্রদ্ধা নিজের সোশ্যালে পোস্ট করেছেন মেয়ে শাবানা
  • নিজের বিভিন্ন কাজের জন্য বহু পুরস্কার পেয়েছেন কাইফি আজমি

বিংশ শতাব্দীর এক বিশেষ গুরুত্বপূর্ণ উজ্জ্বল ব্যক্তিত্ব অভিনেত্রী শাবানা আজমির বাবা কাইফি আজমি।  আজ তার ১০১ তম জন্মদিন। প্রখ্যাত কবি, গীতিকার, অ্যাক্টিভিস্ট-এর জন্মবার্ষিকী উপলক্ষে ডুডল এর মাধ্যমে বিশেষ শ্রদ্ধা জানাল গুগল। অসাধারণ চিত্রনাট্য, গান লেখায় তিনি যেমন দক্ষ ছিলেন তেমনি কবি হিসেবেই তার সুপিরিচিত ছিল। 

আরও পড়ুন-'কাগজ আমরা দেখাব না', ভিডিওবার্তায় প্রতিবাদের ঝড় টলিউডে...

১০১ তম জন্মদিনে  গুগলের এই বিশেষ শ্রদ্ধা নিজের সোশ্যালে পোস্ট করেছেন মেয়ে শাবানা। শুধু তাই নয়, প্রত্যেককে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন সাবানা। দেখে নিন গুগলের করা পোস্টটি যেটি শাবানা শেয়ার করেছেন।

View post on Instagram
 

 

আরও পড়ুন-বিজ্ঞাপন ঘিরে ট্রোলের শিকার অক্ষয়, অভিযোগ দায়ের পুলিশে...

মাত্র ১১ বছর বয়সেই জীবনের প্রথম কবিতা লেখেন কাইফি আজমি। ভারত ছাড়ো আন্দোলন তাঁকে নাড়া দিয়েছিল।  নিজের বিভিন্ন কাজের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন। তার মধ্যে পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি ফেলোশিপ এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন।