শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মুক্তি নিয়ে টুইট করে নজর করেছেন। টুইটে রাম গোপাল লিখেছেন: 'দিওয়ালি বলিউডে খানদের ছবির জন্য সংরক্ষিত। এই দীপাবলিতেও খান মুক্তি পেয়েছে।'
এ যেন কোনও উৎসবের থেকে কম কিছু নয়। হট করে দেখলে বোঝা মুশকিল অনুষ্ঠানটা কীসের। আজ মন্নতের (Mannat) সামনে শাহরুখ (Shahrukh khan) ভক্তদের ভিড় অন্তত এমনই প্রশ্ন তৈরি করেছে। আরিয়ান খান আজ মুক্তি পেয়ে মান্নাতের বাড়িতে পৌঁছেছেন। এই উপলক্ষ্যে আজ মন্নতের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। শয় শয় ভক্ত জমা হয়েছিলেন শাহরুখের ছেলেকে একবার দেখবেন বলে। এই প্রথম নয়। আরিয়ানের গ্রেফতারির পর থেকেই ভক্তদের মধ্যে উৎকন্ঠা ছিল। তাঁর মুক্তির জন্য ভক্তরা পুজো, হোম-যোগ্য যেমন করেছেন তেমনই তাঁকে আগমন জানাতে বাদ্যি, সানাই, বাজি সব নিয়েই উপস্থিত ছিল তারা। ভক্তরা যেমন খুশি তেমনই খুশি কিং খানের সহকর্মী ও বন্ধুরাও। আরিয়ানের গ্রেফতারি নিয়ে বলিপাড়ায়ও (Bollywood) অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। অধিকাংশই পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখের। আজ তাদের মধ্যেও খুশির হাওয়া। তবে, বাদশার খুশিতে হয়তো সকলে খুশি নন। এমনই মনে হল শাহরুখের এক বন্ধুর মন্তব্যে। আরিয়ানের মুক্তি (Aryan Khan) প্রসঙ্গে তাঁর টুইট নজর কাড়ল সকলের। তিনি হলেন রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)।
রাম গোপাল ভার্মা তাঁর খোলামেলা বক্তব্যের জন্য পরিচিত। রাম গোপাল ভার্মা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিতর্কিত সেলিব্রিটি হিসেবেও পরিচিত। তিনি অত লুকোচাপা করতে পছন্দ করেন না। বরং, মনের কথআ খুলেই বলেন। সে যাই হোক, আজ তিনি অদ্ভুত বক্তব্য করেছেন। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মুক্তি নিয়ে টুইট করে নজর করেছেন। টুইটে রাম গোপাল লিখেছেন: 'দিওয়ালি বলিউডে খানদের ছবির জন্য সংরক্ষিত। এই দীপাবলিতেও খান মুক্তি পেয়েছে।'
আরও পড়ুন: Aryan khan Bail- টানা এক মাস পর মন্নতে ঢুকবে মিষ্টি, শাহরুখের জন্মদিনে বড় স্বস্তি
আরিয়ান খান আজ মুক্তি পেয়ে মান্নাতের বাড়িতে পৌঁছেছেন। নবরাত্রীতে বাড়ি ছিলেন না ঘরের ছেলে। কিন্তু দিওয়ালির আগে আরিয়ানকে বাড়ি ফেরাতে মরিয়া ছিলেন আইনজীবি সতীশ মানসিন্দে। কোন নয়া তথ্য আজ খাড়া করেছিল এনসিবি। ২২ দিনের লড়াই শেষ করে অবশেষে ঘরের ছেলে ঘরে। আরিয়ান খান মান্নাতে আসার পর শুধু শাহরুখের পরিবার নয়, আনন্দ সমস্ত বলিপাড়ায়। এরই মাঝে রাম গোপাল বর্মার এমন বিরুপ মন্তব্য দৃষ্টি কেড়েছে সকলের। প্রশ্ন উঠেছে, তবে কি রাম গোপাল চাননি আরিয়েন মুক্তি পাক? নাকি তিনি আরিয়ানকে নির্দোষ মনে করেন না? তাহলে আজ এমন খুশির দিনে অদ্ভুত মন্তব্য কেন করলেন? ঠিক কী বলতে চাইলেন এই রসিকতার মধ্য দিয়ে? এমন হাজারও প্রশ্ন উঠেছে শাহরুখ ভক্তের মনে। কিন্তু, মেলেনি সঠিক উত্তর।