কপিল দেবের বায়োপিক '৮৩'-তে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। কবির খান পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই।
ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপ জয় এই ছবির অন্যতম বিষয়। সেই সময়ে অধিনায়ক ছিলেন কপিল দেব। ভারতীয় ক্রিকেট দলে ছিলেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সন্দীপ পাতিল আরও অনেকে। কপিল দেবের বায়োপিকেও দেখা যাবে এই চরিত্রগুলিকে।
রূপোলি পর্দায় ৮০-র দশকের ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কেমন লাগবে তারই একটা ঝলক দিলেন রণবীর সিং। শেয়ার করলেন অনস্ক্রিন ক্রিকেটারদের একটি গ্রুপ ছবি।
ছবির শ্যুটিং-এর জন্য় এই মুহূর্তেই লন্ডন রওনা দিয়েছে পুরো টিম। খেলোয়াড়রা যেভাবে এয়ারপোর্ট থেকে অন্য দেশে পাড়ি দেন ঠিক সেভাবেই এই ছবির টিম লন্ডন যাত্রা করেছেন। প্রত্যেকেই একই ড্রেস কোডে হাজির হয়েছিলেন মুম্বই বিমানবন্দরে। কালো রংয়ের ব্লেজার আর প্যান্টে সবাইকে একসঙ্গে দেখে খেলোয়াড়দের দলের মতোই লাগছিল।
প্রত্য়েক অভিনেতা যাতে চরিত্রের মধ্য প্রবেশ করতে পারেন, তাই ৮০-র দশকের ক্রিকেটাররা তাঁদের ক্রিকেটের প্রশিক্ষণও দিয়েছেন।
এই ছবিতে রণবীর ছা়ড়াও রয়েছেন হার্ডি সন্ধু, সাহিল খট্টর, আদিনাত কোঠারে, সাকিব সালিম, তাহির রাজ ভসিন, পঙ্কজ ত্রিপাঠীরা।