রণবীর লন্ডন যাচ্ছেন বিশ্বকাপ জিততে! শেয়ার করলেন '৮৩'-র পুরো টিমের ছবি

swaralipi dasgupta |  
Published : May 28, 2019, 05:58 PM ISTUpdated : May 28, 2019, 06:07 PM IST
রণবীর লন্ডন যাচ্ছেন বিশ্বকাপ জিততে! শেয়ার করলেন '৮৩'-র পুরো টিমের ছবি

সংক্ষিপ্ত

কপিল দেবের বায়োপি '৮৩'-তে অভিনয় করতে চলেছেন রণবীর সিং কবির খান পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই  

কপিল দেবের বায়োপিক '৮৩'-তে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। কবির খান পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই।

ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে ১৯৮৩-তে ভারতের বিশ্বকাপ জয় এই ছবির অন্যতম বিষয়। সেই সময়ে অধিনায়ক ছিলেন কপিল দেব। ভারতীয় ক্রিকেট দলে ছিলেন রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সন্দীপ পাতিল আরও অনেকে। কপিল দেবের বায়োপিকেও দেখা যাবে এই চরিত্রগুলিকে। 

রূপোলি পর্দায় ৮০-র দশকের ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের কেমন লাগবে তারই একটা ঝলক দিলেন রণবীর সিং। শেয়ার করলেন অনস্ক্রিন ক্রিকেটারদের একটি গ্রুপ ছবি। 

 

 

ছবির শ্যুটিং-এর জন্য় এই মুহূর্তেই লন্ডন রওনা দিয়েছে পুরো টিম। খেলোয়াড়রা যেভাবে এয়ারপোর্ট থেকে অন্য দেশে পাড়ি দেন ঠিক সেভাবেই এই ছবির টিম লন্ডন যাত্রা করেছেন। প্রত্যেকেই একই ড্রেস কোডে হাজির হয়েছিলেন মুম্বই বিমানবন্দরে। কালো রংয়ের ব্লেজার আর প্যান্টে সবাইকে একসঙ্গে দেখে খেলোয়াড়দের দলের মতোই লাগছিল। 

প্রত্য়েক অভিনেতা যাতে চরিত্রের মধ্য প্রবেশ করতে পারেন, তাই ৮০-র দশকের ক্রিকেটাররা তাঁদের ক্রিকেটের প্রশিক্ষণও দিয়েছেন। 

 

এই ছবিতে রণবীর ছা়‌ড়াও রয়েছেন হার্ডি সন্ধু, সাহিল খট্টর, আদিনাত কোঠারে, সাকিব সালিম, তাহির রাজ ভসিন, পঙ্কজ ত্রিপাঠীরা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার