কীভাবে শুরু রীতেশ-জেনেলিয়ার প্রেমপর্ব, ১৮ বছর পর খোলসা করলেন অভিনেতা

Published : Dec 15, 2019, 06:06 PM IST
কীভাবে শুরু রীতেশ-জেনেলিয়ার প্রেমপর্ব, ১৮ বছর পর খোলসা করলেন অভিনেতা

সংক্ষিপ্ত

জেনেলিয়ার সঙ্গে প্রথম ডেটিং-এ কী করেছিলেন রীতেশ প্রকাশ্যেই এবার সেই কথা জানালেন অভিনেতা বিশেষ দিনে স্মৃতির পাতা উল্টে পোস্ট রীতেশের সম্পর্কের শুরু ঠিল কেমন, জানালেন তিনি

পর্দায় নয়, বাস্তবেই একসময় চুটিয়ে প্রেম করেছিলেন জেনেলিয়া আর রীতেশ দেশমুখ। আজও তাঁদের মধ্যে অক্ষত সেই সম্পর্কের রসায়ন। সে ছবির পর্দাই হোক কিংবা বাস্তব, দু ক্ষেত্রেই একে অন্যকে চোখে হারায় এই জুটি। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ছবির প্রচার। একই ফ্রেমে ধরা দেন এই জুটি। 

আরও পড়ুনঃ কবে হবে বিরুষ্কার সন্তান, অপেক্ষায় শর্মিলা

 

 

সম্প্রতি নিজেদের সন্তানের জন্মদিনে এক বড় পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। সেখানেই উপস্থিত ছিল আরও অনেক সেলিব্রিটি কিডেরা। প্রত্যেকের হাতে উপহারও তুলে দিয়েছিলেন তাঁরা। তবে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা বেশি চর্চা করতে শোনা যায়নি তাঁদের। এবার রীতেশ নিজেই জানালেন তাঁদের সম্পর্কের শুরু কোথায়!

 

 

এক দু বছর নয়, ভালোবাসা জন্ম নেয় ১৮ বছর আগেই। ডেটিং-এর প্লানিং কেমন ছিল রীতেশের! না, কোনও পাব কিংবা আউটিং নয়, প্রথম ডেটিং-এ জেনেলিয়াকে নিয়ে কাভি খুশি কাভি গম ছবিটি দেখতে গিয়েছিলেন রীতেশ দেশমুখ। শনিবার এই ছবির ১৮ বছর পূর্তিতে এমনটাই জানালেন রীতেশ দেশমুখ। পারিবারিক ছবি দিয়ে শুরু হয়েছিল তাঁর জেনেলিয়ার সঙ্গে পথ চলা। আজও সে জার্নি অক্ষত। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?