গাড়ি আটকালেন ফোটোগ্রাফাররা, বিরক্ত হয়ে পথ ছাড়ার নির্দেশ শাহরুখ পুত্রের

Published : Dec 15, 2019, 05:03 PM IST
গাড়ি আটকালেন ফোটোগ্রাফাররা, বিরক্ত হয়ে পথ ছাড়ার নির্দেশ শাহরুখ পুত্রের

সংক্ষিপ্ত

লাইম লাইটে শাহরুখ পুত্র গাড়ির মধ্যে থেকে বিরক্তি প্রকাশ করল খুদে খান ফোটোগ্রাফারদের উদ্দেশে পথ ছড়ার নির্দেশ মুহুর্তে ভাইরাল ভিডিও

সেলিব্রিটি কিড মানেই জন্ম থেকে লাইম লাইটের আওতায়। তবে সে কিড যদি হয় শাহরুখ পুত্র, তবে তো কথাই নেই। তাঁর ওঠা বসা সবই চলে আসে সার্ভেলেন্সে। এমনটাই ঘটল শাহরুখ পুত্র আব্রামের সঙ্গে। ছোট থেকেই তাঁর হলি ডে ট্রেপ, পরিবারের সঙ্গে কাটানো সময়, স্কুলে পা রাখা, সবই উঠে এসেছে খবরের শিরোনামে। 

আরও পড়ুনঃ বাস্তবের লক্ষ্মী এবার টিকটকে, দেখুন ভাইরাল ভিডিও

এই পরিস্থিতি দেখতে দেখতেই অভ্যস্থ হয়ে গিয়েছে ছোট আব্রাম। তাঁর কাছে লাইমলাইট কোনও ব্যপারই নয়। উল্টে সে জানে কীভাবে পরিস্থিতি থেকে বেড়িয়ে এসতে হয়। সম্প্রতি এটাই প্রমাণ করলেন আব্রাম। গাড়ি করে যাওয়ার পথে হঠাৎই রাস্তা আটকায় একাধিক ফোটোগ্রাফার। মুহুর্তে তাঁদের দেখে রেগে যায় আব্রাম। মুহুর্তে উদ্যোগি হয়ে সরে যেতে বলে সকলকে। 

 

 

গাড়ির ভেতরে থাকা আব্রামকে দেখে ছবি তুলতে এগিয়ে এসেছিলেন ফোটোগ্রাফাররা। তাঁদেরকে নিজেই দায়িত্ব নিয়ে সরে যাওয়ার করা বলল খুদে খান। সেই দৃশ্য হল ফ্রেমবন্দি। সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ছড়িয়ে পড়ল সেই ভিডিও। হাত নেড়ে সকলকে জানালো আব্রাম যেতে দেওয়ার কথা, গাড়ির সামনে থেকে সরে যাওয়ার কথা।  

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?