বাড়ির বাইরে যাওয়া মানেই মুখে মাস্ক, হাতে-পায়ে সাবান, সচেতন করলেন ঋতুপর্ণা

Published : Apr 01, 2020, 09:54 AM ISTUpdated : Apr 01, 2020, 10:41 AM IST
বাড়ির বাইরে যাওয়া মানেই মুখে মাস্ক, হাতে-পায়ে সাবান, সচেতন করলেন ঋতুপর্ণা

সংক্ষিপ্ত

হাত-পা ধুয়ো মোকাবিলা করোনার করোনা ঠেকাতে টিপস দিলেন ঋতুপর্ণা শেয়ার করলেন হাত-পা ধোয়ার ভিডিও বাইরে বেরলেই মাস্ক, অনুরোধ অভিনেত্রীর

করোনার থাবা গোটা বিশ্ব জুরে। একের পর এক জায়গা লক ডাউন করে দেওয়া হয়েছে এই রোগ ঠেকাতে। বর্তমানে দেশের ছবিটাও একই রকম। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৫০০ জনের বেশি সংখ্যক মানুষ। এমনই পরিস্থিতিতে থমকে গিয়েছে একাধিক দেশ। লক ডাউন করা হয়েছে মানুষকে গৃহবন্দি করতে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক ক্ষেত্রে। তবে এ লড়াই সর্বস্তরে। 

আরও পড়ুনঃগ্যাস সিলিন্ডারের ভিতরে লুকানো একাধিক মদের বোতল, ভিডিও শেয়ার করলেন অঙ্কুশ

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে সামিল বলিউডও, অনুদানে একে অপরকে ছাপিয়ে গেলেন কোন তারকারা

সরকার যেমন সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়ে লক ডাউন করেছে গোটা দেশ, ঠিক তেমনই ঘরে বসে করোনার সঙ্গে লড়াই করে চলেছেন প্রতিটা মানুষ। কয়েকটি টিপস মাথায় রেখেই সাবধানতা অবলম্বণ করতে হচ্ছে। নয়তো একের ভুলের মাসুল দিতে হবে হাজার হাজার মানুষকে। যার জীবন্ত উদাহরন এখন ইতালি, আমেরিকা। 

 

 

আরও পড়ুনঃগান চুরি করে বিপাকে বাদশাহ, ব়্যাপারের বিষয় এ কী বললেন রতন কাহার

ঘরে থেকে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করার প্রথমিক পদক্ষেপের কথাই আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। জানালেন বাইরে বেরলেই হাত সাবান দিয়ে ধুতে হবে। ধুতে হবে পা। হাতে স্যানিটাইজার লাগানো প্রয়োজন। বাইরে বেরলেই মুখে যেন থাকে মাস্ক। ভিডিও শেয়ার করে ভক্তদের প্রয়োজন ছাড়া বাইরে বেরতেও নিষেধ করেছেন সকলের মত ঋতুপর্ণাও। তিনি নিয়ম মানছেন, নিজেকে বাঁচাতে, নিজের পরিবারকে বাঁচাতে এই নিয়ম মানতে হবে সকলকেই।  

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার