৪০০ কোটি নয়! সলমন বিগ বস থেকে কত টাকা আয় করছেন এবার

  • আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিগবস ১৩
  • এবারের সিজনে কারা থাকবে তা-ও ক্রমশ প্রকাশ্যে আসছে
  • প্রতি বারের মতো এবারও সঞ্চালনা করছেন সলমন খান
  • অন্যবারের মতোই উইকেন্ডে প্রতিযোগীদের রীতিমতো ক্লাস নেবেন তিনি
  • আর এর জন্য বড়সড় দর হেঁকেছেন সল্লু ভাই
swaralipi dasgupta | Published : Jul 6, 2019 3:44 AM IST

আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বিগবস ১৩। এবারের সিজনে কারা থাকবে তা-ও ক্রমশ প্রকাশ্যে আসছে। প্রতি বারের মতো এবারও সঞ্চালনা করছেন সলমন খান। অন্যবারের মতোই উইকেন্ডে প্রতিযোগীদের রীতিমতো ক্লাস নেবেন তিনি। আর এর জন্য বড়সড় দর হেঁকেছেন সল্লু ভাই। 

প্রথমে শোনা যাচ্ছিল প্রতি উইকেন্ডের জন্য ৩১ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন সলমন। অর্থাৎ ২৬টি এপিসোডের জন্য ৪০৩ কোটি। পরে যদিও জানা যায়, এত টাকা নিচ্ছেন না তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে,  প্রতি উইকেন্ডের জন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন খান। এবারে মোট ১৫ সপ্তাহ ধরে চলবে বিগ বস। অর্থাৎ সলমন বিগবস ১৩ থেকে মোট ২০০ কোটি টাকার কাছাকাছি পাবেন বলে জানা গিয়েছে। প্রতি এপিসোড সলমন পাচ্ছেন ৬.৫ কোটি টাকা। 

Latest Videos

আরও পড়ুনঃ বাহবা নয়, ছবি এঁকে এবার ট্রোলড হলেন সলমন খান

২০১৮, অর্থাৎ বিগবস ১২-তে প্রতি উইকেন্ড ১১ কোটি টাকা করে পারিশ্রমিক পাচ্ছিলেন সলমন খান। মোট ১৬৫ কোটি টাকা আয় করেছিলেন তিনি। সে বার দুটি এপিসোডের শ্যুটিং একই দিনে করতেন সলমন খান। 

টেলিভিশনের বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বলিউডের তারকারা সঞ্চালনা করেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার প্রত্যেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু সলমনকে কেউ এখনও পর্যন্ত ছাপিয়ে যেতে পারেননি। এই মুহূর্তে তিনিই টেলিভিশনে হায়েস্ট পেড বলিউড তারকা। শুধু পারিশ্রমিকের দিক থেকে নয়। মানুষের মনে টেলিভিশনের মনে জায়গা করে নেওয়ার দিক থেকেও এগিয়ে রয়েছেন সলমনই। 
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর