দাবাং স্টার নয়, ভাইজান প্রকাশ্যে আনলেন দাবাং ক্রিকেটারের নাম

Published : Dec 16, 2019, 01:11 PM IST
দাবাং স্টার নয়, ভাইজান প্রকাশ্যে আনলেন দাবাং ক্রিকেটারের নাম

সংক্ষিপ্ত

সলমন খানের প্রিয় খেলোয়াড় কে প্রকাশ্যেই এবার সেই কথা জানালেন তিনি বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত ভাইজান বছরের শেষেই মুক্তি পেতে চলেছে দাবাং ৩ ছবি

দাবাং ছবির সিক্যুয়েল নিয়ে যতবারই হাজির হয়েছেন সলমন খান ততবারই বক্স অফিসে ছক্কা হাঁকিয়েছেন তিনি। ফলে সলমনের চোখে সেরা খেলোয়াড় হলেন তিনি নিজেই। সম্প্রতি স্টার স্পোর্টসের প্রি-শোতে হাজির হয়েছিলেন সলমন খান। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় তাঁর চোখে সেরা খেলোয়াড় কে!

আরও পড়ুনঃ টিজার কিংবা ট্রেলার মুক্তির আগেই ফাঁস ব্রহ্মাস্ত্র-এর ঝলক, ভিডিও শেয়ার করলেন খোদ রণবীর

প্রশ্ন শোনা মাত্রই উত্তর দিয়েছিলেন সলমন খান। তাঁর মতে সেরা খেলোয়াড় বজরঙ্গি ভাইজান। কিন্তু প্রকৃত কোন খেলোয়ার মন জয় করেছেন ভাইজানের! তিনি জানিয়েছেন তাঁর পছন্দের তালিকাতে থাকা প্রথম নামটি হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি সলমন খানের নজরে দাবাং খেলোয়াড়। যদিও তাঁর পছন্দ কেদার যাদবও। সলমন জানান, কেদার যাদবকে তিনি কাছ থেকে দেখেছেন, ব্যক্তিগতভাবে চেনে।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে দাবাং ৩ ছবি। ছবির খবর প্রকাশ্যে আসার পর থেকেই চুলবুল পান্ডেকে নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চরেছিল তুঙ্গে। বছরের শেষে এই ছবি নিয়ে বক্স অফিসে হাজির হচ্ছেন সলমন খান। তারই প্রমোশনে এখন ব্যস্ত গোটা টিম। এখানেই শেষ নয়, দাবাং ছবির সিক্যুয়েল নিয়ে একটাই উত্তেজিত সলমন খান যে দাবাং ৪ ছবির প্রস্তুতিও শুরু কয়েছেন তিনি ইতিমধ্যেই। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?