চুমুর মাঝে সারা, নতুন ছবির খবর শোনালেন সইফ কন্যা

Published : Jan 31, 2020, 02:35 PM IST
চুমুর মাঝে সারা, নতুন ছবির খবর শোনালেন সইফ কন্যা

সংক্ষিপ্ত

সারার নতুন ছবির খবর চুমুর মাঝে ডুবল অভিনেত্রী ২০২১-এ পর্দায় নয়া চমক খবর দিলেন সারা নিজেই

একদিকে অক্ষয় ও অন্যদিকে ধনুষ চুমুর দিয়ে জাপটে ধরলেন সারা আলি খানকে। সম্প্রতি নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সারা আলি খান। তাঁর আগামী ছবির ট্রেলার মুক্তির পরই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে হট লুকে ধরা দিয়েছিলেন সারা আলি খান। বর্তমানে একের পর এক বিগ বাজেটের ছবি তাঁর হাতে। লাভ আজ কাল ছবির সিক্যোয়েলের শ্যুটিং শেষ হওয়ার পরই পরবর্তী ছবির খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। 

আরও পড়ুনঃ গায়ে অন্য রকম ছোঁয়া, আঙুলই মটকে দিলেন তাপসী

 

সম্প্রতি সেই লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সারা-অক্ষয়। সেখানেই আবারও হট লুকে ধরা দিলেন সারা। বিপরীতে দুই তারকা, অক্ষয় কুমার ও ধনুষ। ছবির পরিচালনাতে থাকছেন আনন্দ এল রাই। নতুন ছবির খবর প্রকাশ্যে আসতেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল। ছবির নাম আটরঙ্গি রে। ছবি মুক্তি পাবে ২০২১ সালে। 

 

 

অন্যদিকে অক্ষয় কুমারের হাতেও এখন একাধিক ছবির কাজ। একের পর এক ছবি নিয়ে তিনি বেজায় ব্যস্ত। তারই মাঝে ভক্তদের দিলেন নতুন ছবির খবর। তবে এই ছবিতে অক্কিকে ভক্তরা পাবেন না খুব বেশি। ছবিতে মূল হিরো ধনুষ ও মুখ্যভূমিকাতে থাকছেন সারা আলি খান। মাত্র দশ মিনিটের জন্যই ছবিতে দেখা যাবে অক্ষয় কুমারকে। ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাবে এই ছবি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার