শাহরুখ- সলমন থেকে অক্ষয় সৌদি আরবের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বলিউড তারকাদের, কি নিয়ে আলোচনা হল জানেন?

সৌদি আরবের মন্ত্রীদের সঙ্গে ভাইরাল বলিউড তারকারা। শাহরুখ খানের বাসভবন মন্নতেই দেখা মিললো সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদ-সহ সলমন খান, অক্ষয় কুমার এবং সইফ আলি খানের। আসুন জেনে নেওয়া যাক কী হল এই জরুরি বৈঠক?
 

সৌদি আরবের মন্ত্রীর (Saudi Arab Minister) সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের বেশ কিছু তারকা।  সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও তারকারা নিজেরা কোনও ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নি। তবে এই ছবি পোস্ট করেছেন খোদ সৌদি আরবের মন্ত্রী নিজেই। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেছেন 'বলিউড তারকাদের সঙ্গে বিশ্ব চলচ্চিত্রে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার অন্বেষণ করতে একটা খুব সুন্দর  এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত।'

 

Latest Videos

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী বাদের বিন ফারহান আলসাউদের এই পোস্টে যে যে বলিউড তারকাদের ছবি মিলেছে তারা হলেন শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার এবং সইফ আলি খান। এই সাক্ষাৎ আলোচনাটি হয়েছে শাহরুখ খানের বাসভবন মন্নতে (SRK's home Mannat)। এদিন শাহরুখ খানকে (Shahrukh Khan) একটি হালকা সাদা টি-শার্ট এবং ডেনিম জিন্সে, সলমন খানকে (Salman Khan) একটি সইফ আলি খানকে (Saif Ali Khan) একটি গোলাপি টি- শার্ট এবং ডেনিম জিন্সে, অক্ষয় কুমারকে (Akshay Kumar) একটি সাদা শার্ট এবং ট্রাউসার প্যান্টে ও সলমন খানকে একটি কালো শার্ট প্যান্ট পরে বাদের বিন ফারহান আলসাউদের আলোচনা করতে দেখা গেছে। 

আরও পড়ুন- ভয়ের কোনও কারন নেই, সিটি স্ক্যানের রিপোর্ট ভাল,রবিবার বাড়ি ফিরলেন বলিউডের মুন্নি

আরও পড়ুন- সময় বদলাতেও বদলাচ্ছে না বিয়ের জায়গা, রনবীর-আলিয়ার বিয়ের ভেনুতে বিশেষ চমক

আরও পড়ুন- সোমবার ঠিক দুপুর ১ টা,ঘটবে অপেক্ষার অবসান, জার্সির নতুন পোস্টারে রয়েছে সেই ইঙ্গিত

এদিন শাহরুখের বাসভবনে কেবল বাদের বিন ফারহান আলসাউদ-সহ সলমন, অক্ষয় আর সইফই ছিলেন না সেইসঙ্গে আমন্ত্রিত ছিলেন সৌদি আরবের আরও এক অতিথি। এদিন মন্নতে দেখা যায় সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান মোহাম্মদ আল তুর্কিকে, যিনি ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি ও পোস্ট করেছেন এবং লিখেছেন, 'আমার ভাই শাহরুখ খানের সঙ্গে ভারত থেকে সকলকে রমজানের শুভেচ্ছা।  

 

উল্লেখ্য, সম্প্রতি শাহরুখ খান স্পেন থেকে তাঁর আসন্ন ছবি পাঠানের শ্যুটিং (Pathan Film Shooting) শেষ করে  এ দেশে ফিরেছেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। দীর্ঘ প্রায় ৫ বছর পর আবার পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। ছবিতে শাহরুখের বিপরীতে রিয়েছেন দীপিকা পাডুকোন এবং সেইসঙ্গে রয়েছেন জন আব্রাহাম। অন্যদিকে সইফ আলি খানের ও দুটি ছবি শীঘ্রই আসন্ন, একটি হৃত্বিক রোশনের সঙ্গে বিক্রম বেদা এবগ অন্যটি দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে আদিপুরুষ। পাশাপাশি সলমন খানের হাতেও রয়েছে দুটি টাইগার ৩, কভি ঈদ কভি দিওয়ালির মত ছবি। অক্ষয় কুমারকেও দেখা যাবে শীঘ্রই দেখা যাবে রামসেতু, পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন এবং সেলফির মত ছবিতে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের