কবে হবে বিরুষ্কার সন্তান, অপেক্ষায় শর্মিলা

Published : Dec 15, 2019, 05:34 PM ISTUpdated : Dec 15, 2019, 05:35 PM IST
কবে হবে বিরুষ্কার সন্তান, অপেক্ষায় শর্মিলা

সংক্ষিপ্ত

বিয়ে হয়েছে দুবছর হল কবে সন্তানের মুখ দেখবেন শর্মিলা বিরাট-অনুষ্কাকে নিয়ে এমনটাই মত তাঁর কেন এমন ভাবছেন শর্মিলা জানালেন নিজেই

সেলেব কিড মানেই তাঁকে ঘিরে ভক্তদের জল্পনা তুঙ্গে। কখন কোথায় যা, কী খায়, কী করে, মা-বাবার সঙ্গে কতটা সময় কাটাচ্ছে, জন্মদিনের কী পরিকল্পনা সব বিষয়ই উঠে আসে খবরের শিরোনামে। বর্তমানে সর্বাধিক চর্চিত সেলেব কিডের মধ্যে প্রথম হল তৈমুর আলি খান। করিনা-সইফের এই পুত্রকে ঘিরেই এখন একাধিক চর্চা বিভিন্ন মহলে। 

আরও পড়ুনঃ গাড়ি আটকালেন ফোটোগ্রাফাররা, বিরক্ত হয়ে পথ ছাড়ার নির্দেশ শাহরুখ পুত্রের...

বিমান বন্দর থেকে শুরু করে বাড়ির চৌহদ্দি, মায়ের কোলে কিংবা বাবার কাঁধে, প্রতিনিয়ত ফ্রেমবন্দি হতে হচ্ছে তৈমুরকে। কিন্তু এই বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না শর্মিলা ঠাকুর। নাতির একটু বেশিই খেয়াল রাখেন ঠাকুমা। তাই তাঁকে নিয়ে এত বারাবারি মোটেই পছন্দ করেন না তিনি। বহুদিন ধরেই ফোটোগ্রাফারদের মানা করা হয়েছে তৈমুরের ছবির না তোলার জন্য, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। 

বর্তমানে শর্মিলা ঠাকুর তাই খোঁজ করছেন নতুন মুখের। যাঁকে পেয়ে খানিকটা স্বস্তি পাবে তৈমুর। যেমন তৈমুরের পর খানিকটা স্বস্তি মিলেছল আব্রামের। তাই প্রকাশ্যেই মনের কথা জানালেন শর্মিলা ঠাকুর। অনুষ্কা ও বিরাটের সন্তান হলেই একমাত্র মিলতে পারে রেহাই। তখন স্পটলাইট থাকবে তার ওপর। সম্প্রতি এমনই মত প্রকাশ করেন শর্মিলা ঠাকুর। 

PREV
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন