'পূজা'র চরিত্রে ঝড় তুলে এবার আয়ুষ্মান সমকামী, মুহূর্তে ট্রেলার ছড়ালো দুনিয়ায়

  • নয়া অবতারে আয়ুষ্মান খুরানা
  • মুক্তি পেল আগামী ছবির ট্রেলার
  • এবার সমকামীর ভূমিকাতে অভিনেতা
  • মুহূর্তে ছড়ালো ট্রেলার

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ড্রিম গার্ল। সেই ছবিতেই এক নয়া ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে। প্রতিটি ছবির চরিত্রকেই এক ভিন্ন সেড দেওয়ার চেষ্টা করে থাকেন আয়ুষ্মান। আর তাতেই ছবি বাজিমাত। আয়ুষ্মান খুরানার বিশেষত্বই এটা। এবার মুক্তি পেল শুভ মঙ্গল জ্যাদা সাবধান ছবির ট্রেলার।

আরও পড়ুনঃ অবশেষে স্বপ্ন পূরণ, সবাইকে চমকে দিয়ে হেলিকপ্টার চালালেন জাহ্নবী

Latest Videos

আর পড়ুনঃ বয়ফ্রেন্ডকে নিয়ে নৈশভোজে মালাইকা, গার্লফ্রেন্ড-কে নিয়ে হাজির আরবাজপুত্র

এই ছবিতেও নয়া ভূমিকাতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ট্রেলার মুক্তির পরই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। সমাজের একের পর এক প্রাসঙ্গিক দিকগুলোকে পর্দায় তুলে ধরেন তিনি। এবার তাঁর চরিত্রে দেখা যাবে এক সমকামী-র গল্প। ছবির ট্রেলার জুড়ে সেই গল্পই ফুঁটে উঠল। ড্রিমগার্ল ছবিতে এক মেয়ের ভূমিকাতে কথা বলে সকলের মন জয় করেছিলেন তিনি। এখন দেখার গে-এর ভূমিকাতে কীভাবে নিজেকে তুলে ধরেন আয়ুষ্মান।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা লক্ষ্য করে থাকেন যে ছেলের মধ্যে কিছু স্বভাবগত পরিবর্তণ হচ্ছে। প্রকাশ্যে যা সকলের সামেন বলেও উঠতে পারেন না তাঁরা। অথচ ছেলে বাড়িতেই যেন বসিয়ে দেয় এক ন্যায় বিচারের আদালত। পরিবারের সকলেই ছেলের এই সিদ্ধান্তে যখন অবাক, তখনই আয়ুষ্মানের বয়ফ্রেন্ড চলে বিয়ের পিঁড়িতে বসতে। গল্পের মোড় ঘোড়ে তখনই। বর্তমানে ছবির শেষ পর্যায়ের কাজ চলছে। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। 


Share this article
click me!

Latest Videos

খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
রবিবার ২৯ ডিসেম্বর এই রাশির ব্যক্তিদের বন্ধুত্ব প্রেমে পরিণত হবে, জেনে নিন আজকের রাশিফল
কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?