রিল টু রিয়েল, ভ্যালেনটাইন্স ডে-র আগেই প্রেম পরিনতি পেল শুভ পরিণয়ে

প্রায় এক বছর চুটিয়ে প্রেম করেছেন কোরিয়ান টেলি সিরিজ  দ্য ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ তারকা যুগল। বৃহস্পতিবার ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল সাইট ট্যুইটারে নিজেদের জীবনের এই বিশেষ মুহুর্তের খবর শেয়ার করলেন নায়িকা  সন-ইয়ে-জিন। অন্যদিকে হাতে লেখা একটি চিঠিতে সুখবর দিয়েছেন হায়ুন বিন।

কোরিয়ান টেলি সিরিজ (Korean Tele series)  দ্য ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ (The Crash landing On You) কোরিয়ান দর্শকের মধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। এই টেলি সিরিজের দুই তারকা সন-অইয়ে-জিন (Son-Ye-Jin) ও হায়ুন বিন (Hyun Bin) বেশ অনেকদিন ধরেই ডেটিং করছিলেন। প্রায় এক বছর চুটিয়ে প্রেম করার পর এবার সাত পাকে বাঁধা পড়লেন ছোট পর্দার তারকাযুগল (Celebrity Couple)। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাস মানেই যেন বসন্তের ছোঁয়া। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যায় ভ্যালেনটাইন্স উইক। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডে-র (Valentines Day) প্রাক্কালেই প্রেম পরিণতি পেল শুভ পরিণয়ে। বৃহস্পতিবার ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল সাইট ট্যুইটারে নিজেদের জীবনের এই বিশেষ মুহুর্তের খবর শেয়ার করলেন দ্য ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ নায়িকা (Actress)। একদিকে যখন সন-ইয়ে-জিন ইন্টটা পোস্টে সকলের সঙ্গে খুশি ভাগ করে নিলেন তখন অন্যদিকে হাতে লেখা একটি চিঠির মাধ্যমে হায়ুন বিন (Hyun Bin) তাঁর এজেন্সি ভাস্ট মারফত সকলের কাছে এই খুশির খবর পৌঁছে দিলেন। 

২০২১ সালের ১ জানুয়ারি প্রথম তাঁদের প্রেম কাহিনি প্রকাশ্যে আসে। সন-ইয়ে-জিন (Son Ye Jin) একটি ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁদের প্রেমলীলায় শিলমোহর দিয়েছিলেন। প্রেমের সম্পর্কের সত্যতা স্বীকার করে নিলেও প্রাইভেট কাপলের মতই থাকতেন কোরিয়ান সুপারস্টার সন-ইয়ে-জিন ও হায়ুন বিন। বলা বাহুল্য, কোরিয়ান টেলিভিশনের হিট শো দ্য ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ -র (The Crash Landing On You) ভক্তরা রিল লাইফে তাঁদের জুটি সুপারহিট হওয়ার পরই তাঁদের রিয়েল লাইফের কপল (celebrity Couple) হিসাবেও দেখতে চেয়েছিল ভক্তরা। ২০১৯-২০ সালে শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়ার পপুলার শো-এর তকমা পেয়েছিল দ্য ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। পরে অবশ্য আন্তর্জাতিক স্তরে এই শো বিশেষভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। 

Latest Videos

আরও পড়ুন-তোমারা আছ বলেই আমি বা আমরা আছি, কার উদ্দেশ্যে এমন ট্যুইট সোলাঙ্কির

আরও পড়ুন-গুরুতর চোট পেলেন জাহ্নবী, জিমের বাইরে শ্রী-কন্যা দেখেই উদ্বিগ্ন ফ্যানেরা

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি অমল পালেকর, হঠাৎ কী হল বর্ষীয়াণ অভিনেতার

সন-ইয়ে-জিন যে ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সেখানে একটি সুন্দর ওয়েডিং ড্রেসে (Wedding) দেখা যাচ্ছে তাঁকে। ছবির ক্যাপসানে ন্যায়ি নভেলি দুলহন লিখেছেন, গোটা জীবন কারোর হাতে হাত রেখে কাটানোর সঙ্গী তিনি পেয়েছেন। ভরসা-ভালবাসায় ভর করেই আগামী দিনের বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। হায়ুন বিনের সঙ্গে থাকলে নিজেকে কতটা সুরক্ষিত মনে করেন সেই অনুভূতিও শেয়ার করেছেন হায়ুন ঘরণী। ভক্তদের উদ্দেশ্যেও তিনি লিখেছেন, তাঁদের অফুরন্ত ভালবাসা পেয়ে তিনি আপ্লুত। 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar