অভিনেতা সুরজের সুস্থতা কামনায় মাথা মুড়িয়ে ফেললেন তার অভিনেত্রী স্ত্রী

অভিনেতা সুরজ থাপর এবং তার স্ত্রী দীপ্তি দুজনেই টেলিভিশনের পরিচিত মুখ। সম্প্রতি স্বামীর জন্য নিজের কোমর পর্যন্ত লম্বা চুল কামিয়ে ফেললেন দীপ্তি।
 

ভালোবাসার জন্য কি না করে মানুষ। অনেকে ভাবেন সেলিব্রিটিদের প্রেম নাকি অভিনয়! ওদের আবার প্রেম টেম হয় নাকি! এই সমস্ত অভিযোগ কে নস্যাৎ করে দিয়ে দীপ্তি প্রমাণ করে দিলেন ভালোতো তিনি বাসেনই বরং অনেকের চেয়ে অনেক বেশি ভালোবাসেন তিনি তার স্বামীকে।

কয়েক মাস আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সুরজ থাপর। অবস্থা এমনই সংঙ্কটজনক হয়ে পড়ে যে অভিনেতার ফুসফুসের ৭০ শতাংশ কাজ করা বন্ধ করে দিয়েছিল। এমনকি জীবন মরণ সংঙ্কট পর্যন্ত দেখা দেয় অভিনেতার। বেশ কিছুদিন আইসিইউতে ভর্তি রাখতে হয়েছিল সুরজকে। সুরজের সেই সংকটকালীন অবস্থায় ঈশ্বরের কাছে মানত করেন তাঁর স্ত্রী দীপ্তি। স্বামীর সুস্থতা কামনা করে নিজের সমস্ত চুল বিসর্জন দেওয়ার মানত করেন অভিনেত্রী। তিরুপতি বালাজীর মন্দিরে গিয়ে এমন মানত করেন অভিনেতার স্ত্রী। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। তাই এবার নিজের মানত রাখতে মাথার চুল কেটে ফেললেন দীপ্তি। স্ত্রীয়ের এই কঠিন মানতের কথা শুনে অবাক হয়েছিলেন সুরজ। কোনভাবে অর্ধেক চুল কাটলেও হবে কিনা স্ত্রীয়ের কাছে সেই প্রশ্ন করেন তিনি। কিন্তু মানত পুরো করতে অটল দীপ্তি জানায় তার মাথার চুল সুরজের জীবনের থেকে তো বেশি দামী নয়! 

Latest Videos

আরও পড়ুন- স্ত্রী তাহিরার বুকের দুধ মিল্ক শেক বানিয়ে খেয়েছিলেন আয়ুষ্মান, সত্যিটা নিজেই জানালেন অভিনেতা

আরও পড়ুন- গ্যাংস্টারের কবলে পড়েছিলেন অরিজিৎ সিং? পাঁচ কোটি টাকা চেয়ে প্রাণনাশের হুমকি এসেছিল তাঁর কাছেও

আরও পড়ুন- কেরিয়ারে একাধিক বাঁধার পরও বলিউডকে নতুন দিশা দেখালেন কার্তিক আরিয়ান

সুন্দরী দীপ্তি নিজের সৌন্দর্য নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। তবে একজন মেয়ের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে তার চুলের ওপর। সেদিক থেকে ভালোবাসার জন্য এতটা করতে কজন মহিলা পারবেন সন্দেহ আছে। মাথা মুড়িয়ে ফেলবার মুহূর্তে বারংবার ঈশ্বরের নাম নিচ্ছিলেন দীপ্তি। হাসিমুখেই নিজের চুল তিনি দান করেছেন ঈশ্বরের নামে। নিজের চুল কাটা প্রসঙ্গে দীপ্তি জানান, " আমার চুল অনেক বড় এবং বেশ গোছওয়ালা। এত বড় চুল নিয়ে আমি সবসময় অভিযোগ করেছি। যখন আমার এই মানতের কথা সকলে জানতে পারে তখন ফেয়ারওয়েল পার্টির বন্দোবস্তও করা হয়েছিল।"

নিজের নতুন লুক ইনস্টাগ্রামে পোস্ট করে দীপ্তি ক্যাপশনে লিখেছেন , 'তেরে নাম সুরজ থাপার'! অন্যদিকে সুরজ তার স্ত্রীয়ের চুল কাটার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন , 'একেই বলে ভালোবাসা। পৃথিবীতে কেও কারো জন্য এতোটা করবেনা।' দীপ্তি কে জীবনসঙ্গী হিসাবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন বলে জানান সুরজ। তিনি বর্তমানে জি টিভির বদলেগী দুনিয়াকি রিত ধারাবাহিকে অভিনয় করছেন। দীপ্তিও অভিনয়ে ফিরে আসবার প্রস্তুতি নিচ্ছেন।

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী