বনির সঙ্গে 'বিয়ে বিয়ে খেলা'-য় মাতলেন শ্রাবন্তী, মুহুর্তে নেট দুনিয়ায় ভাইরাল খবর

  • টলিউডে আবারও নতুন জুটি
  • শ্রাবন্তীর বিপরীতে এবার বনি
  • নতুন খেলায় মাতলেন দুই তারকা
  • ৯ ডুসেম্বর শুরু শ্যুটিং

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি টেকো। দর্শকের নজরে সেই ছবি এক কথায় হিট। অনবদ্য গল্প বলার ধরণ তেমনই উপস্থাপনা। ঋত্বিক-শ্রাবন্তী জুটিকেও বেজায় মনে ধরল দর্শকদের। তবে এবার নয়া মোড়কে আসতে চলেছেন শ্রাবন্তী। বিয়ের পর দুটি ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রী। এবার প্রকাশ্যে এল তৃতীয় ছবির খবর।

অদ্ভুদ ছবির নাম, তেমনটাই ছবির জুটি। নতুন নতুন জুটিতেই এখন মজেছেন দর্শক। তাই এবার দর্শকদের নজর কাড়তে পর্দায় জুটিতে বাঁধতে চলেছেন শ্রাবন্তী ও বনি। ছবির নাম বিয়ে বিয়ে খেলা। ছবির পরিচালনাতে থাকছেন রাজা চন্দ। এর আগে কিডন্যাপ ছবির পরিচালনা করেছিলেন তিনি। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন দুই তারকাই। এবার শুরু হবে ছবির কাজ।
৯ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। সেই নিয়েই এবার বেজায় উত্তেজিত ভক্তরা। 

Latest Videos

 

 

ছবির নাম শুনেই বোঝা যায় তার চিত্রনাট্যে বেশ নজর কাড়বে সকলের। পারিবারিক এই গল্পই এবার পর্দায় বলবেন শ্রাবন্তী ও বনি। এই প্রথম বনির বিপরীতে দেখা যাবে শ্রাবন্তীতে। যদিও এর আগে একাধিক ছবিতে এই দুই তারকাকে একই সঙ্গে দেখা গিয়েছে। কিন্তু কোথাও একে অন্যের বিপরীতে অভিনয় করার প্রস্তাব পাননি। যার ফলে এই জুটিকে ঘিরে এখন দর্শকদের কৌতুহলের পারদ চরল দ্বিগুণ। বয়েসের ফারাক রয়েছে এই জুটির মধ্যে বেশ। তবে কী ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে! তা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News