দীপাবলিতে মেতে উঠলেন শ্রাবন্তী
আলো দিয়ে সাজালেন বাড়ি
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি
মুহুর্তে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়
বিয়ের পর প্রথম পুজোর মরশুম জমিয়ে উপভোগ করছেন অভিনেত্রী শ্রাবন্তী। দেবীপক্ষের সূচনা থেকেই যেন সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী একটু বেশি অ্যাক্টিভ। প্রতিদিন নিত্যনতুন খবর নিয়ে হাজির হন সোশ্যাল মিডিয়ায়। কখনও নিত্য নতুন স্টাইল স্টেটমেন্ট-এ, কখনও আবার ভক্তদের শুভেচ্ছাবার্তা দিতে।
সম্প্রতিই করবা চৌথ উপলক্ষ্যে রোশনের সঙ্গে বেশ কিছু ছবি তুলেছিলেন শ্রাবন্তী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন তিনি। মুহুর্তে ভক্তদের কমেন্ট-এ ভরে উঠেছিল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। এবার উপলক্ষ্য দীপাবলি।
প্রতিটি বাড়িই এই মরশুমে সেজে ওঠে আলোর রোসনাইতে। ব্যতিক্রম হল না শ্রাবন্তী ও রোশনের ক্ষেত্রেও। তাঁরাও নিজেদের বাড়ি সাজিয়ে তুললেন আলোতে। সেই ছবি তুলে দীপাবলির শুরুতে শেয়ারও করেনিলেন সকলের সঙ্গে। বর্তমানে টেকো ছবির প্রমোশন নিয়ে বেজায় ব্যস্ত শ্রাবন্তী। ঋত্বিক-শ্রাবন্তী জুটির এই ছবির ট্রেলার সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এখন নতুন ছবি মুক্তির অপেক্ষায় অভিনেত্রী।