স্মৃতির পাতা উল্টে নিজের স্কুলে হাজির কিং খান, ভ্রান্ত ধারনা বদলে গল্প বললেন শাহরুখ খান

Published : Oct 23, 2019, 06:30 PM ISTUpdated : Oct 23, 2019, 06:36 PM IST
স্মৃতির পাতা উল্টে নিজের স্কুলে হাজির কিং খান, ভ্রান্ত ধারনা বদলে গল্প বললেন শাহরুখ খান

সংক্ষিপ্ত

পুরোন স্মৃতি ফিরিয়ে স্কুলে হাজির কিং খান দেখা করার সৌভাগ্য হল বারো ছাত্রের তাঁকে ঘিরে অনেক গল্প, ভুলি ভাঙালেন শাহরুখ খান রবিবার সকলকে চমকে দিয়েই স্কুলে প্রবেশ শাহরুখের

শাহরুখ ভক্তদের কাছে সেন্ট কলম্বাস বিদ্যালয়ের নাম খুব একটা অচেনা নয়। কারণ তাঁদের অনেকেই জানেন যে এই স্কুল থেকেই পাশ করেছেন সকলের স্বপ্নের কিং খান। রবিবার হঠাতই সকলকে চমকে দিয়ে বিদ্যালয়ে হাজির হলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই শোনা গিয়েছিল শাহরুখ খান আসতে চলেছেন। কিন্তু ছাত্রছাত্রীদের তা বিশ্বাস হয় নি। 

আরও পড়ুনঃ চার সপ্তাহে ৪৫০ কোটি, সাফল্য সেলিব্রেশনে মধ্য রাতে মাতলেন হৃত্বিক-টাইগার

রবিবার যখন তিনি গাড়ি থেকে নামেন, অবশেষে সকলের স্বস্তি ফেরে। তবে প্রতিটি ছাত্রছাত্রীর ভাগ্যের শিকে ছেঁড়েনি। কেবল মাত্র সেকেন্ডারি স্তারের বারোজন ছাত্রছাত্রীর সঙ্গেই দেখা করেন তিনি, যারা জড়িয়ে রয়েছে বিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে।

আরো পড়ুনঃ বাহুবলী করে তিনি নয়নের মণি, সেই প্রভাসের জন্মদিনে রইল জানা অজানা তথ্য

একজন ছাত্র প্রকাশ্যে বলেই ফেলল, প্রথমে বিশ্বাস হয়নি কিং খান আসছে। আবশেষে যখন উনি আসলেন তখন খুব ভালো লাগল। এখানেই শেষ নয়, যেহেতু এটি শাহরুখ খানের স্কুল, ফলে অনেক ধরেন গল্প স্কুলের আনাচে কানাচে ঘুরে ফেরে। তার মধ্যে অন্যতম হল তিনি নাকি কেমিস্ট্রি ল্যাব-এই বেশি থাকতেন। এদিন সকলের সঙ্গে দেখা করে, কথা বলে তিনি বলেন কেমিস্ট্রি ল্যাব তাঁর পছন্দই ছিল না। শুধু তাই নয়, সকলের সঙ্গে কথা বলে হাতও মেলালেন এদিন তিনি। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?