স্টার স্ক্রিন পুরস্কার উপলক্ষ্যে রবিবার রেডকার্পেট ভরে উঠেছিল তারকাদের নজর কাড়া উপস্থিতিতে। পোজ দিয়ে ছবি তুলে একে অন্যকে হার মানালেন অভিনেতা-অভিনেত্রীরা। যদিও সকলের লুকের থেকে এদিন আলিয়া ভাট ছিলেন খানিকটা আলাদা। শাড়ি পরে এদিন তাঁকে যেন আরও পরিণত মনে হল। তবে কেবল লুকের দিক থেকে নয়, এদিন সন্ধ্যেতে তিনি ছিলেন সকলের নজরের কেন্দ্র। জিতে নিয়েছিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার।
Latest Videos
স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড ২০১৯-এ সেরার তালিকাতে এগিয়ে রইলেন কারা, কারাই বা পিছিয়ে পড়লেন কড়া টক্করে, জেনে নিন কোন বিভাগে সেরা কে...
সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং, গল্লি বয় ছবির জন্য।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আলিয়া ভাট গল্লি বয় ছবির জন্য।
সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন গুলশন দেবাইয়া মরদ কো দর্দ নেহি হোতা ছবির জন্য।
সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন কামিনী কৌশল কবির সিং ছবির জন্যে।
সেরা ডেবিউ পরিচালকের পুরস্কার পেলেন আদিত্য ধর উরি দ্য সার্জিকাল স্ট্রাইক ছবির জন্য।
সেরা প্লেব্যাক সঙ্গীতশিল্পী মহিলা হলেন শ্রেয়া ঘোষাল, কলঙ্ক ছবির গানের জন্য।
সেরা লিরিক্সের পুরস্কার পেল গল্লি বয় ছবি থেকে আপনা টাইম আয়েগা।