শাখরুখ খানের ছবির গানে টিকটক, সোশ্যাল মিডিয়া মাত করলেন অভিনেত্রী

Published : Nov 24, 2019, 02:41 PM IST
শাখরুখ খানের ছবির গানে টিকটক, সোশ্যাল মিডিয়া মাত  করলেন অভিনেত্রী

সংক্ষিপ্ত

শাহরুখ খানের গানের সঙ্গে টিকটক গানের সঙ্গে লিপ দিলেন বলিউড অভিনেত্রী মুহুর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায় বরাবরই নেট দুনিয়ায় সক্রিয় এই অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ সুমনা চক্রবর্তী। প্রথম থেকেই বিভিন্ন বিশেষ দিনেই হোক কিংবা কোনও অবসরে, টিকটক ভিডিও শেয়ার করতে বেশ পছন্দ করেন টলি অভিনেত্রী সুমনা। প্রথম থেকেই তাঁর এই বিষয়টি ভক্তদের বেশ নজর কাড়ে। কখনও শ্যুটিং সেট থেকে, কখনও আবার বাড়ি থেকেই নানা গানের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন তিনি। 

এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুমনা চক্রবর্তী একটি ভিডিও শেয়ার করলেন। যা মুহুর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। শাহরুখ খান অভিনীত ছবি চমৎকার থেকে একটি গানে লিপ দিলেন তিনি। মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও। কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানের জনপ্রিয়তা এক কথায় তুঙ্গে। সেই গানের সঙ্গেই এবার টিকটক ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী।

কয়েকদিন আগেই তুলিকা বসুর সঙ্গে একটি গানও গাইতে দেখা যায় সুমনাকে। যেখানে পুরানোসেই দিনের কথা গানটি একই সঙ্গে গেয়েছিলেন তাঁরা। মুহুর্তের মধ্যে সেই গান ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। টিকটক শেয়ার করার ট্রেন্ড এখনও বজায় রেখেই চলছে অভিনেতা-অভিনেত্রীদের ভাইরাল পোস্ট। 
 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা