মুখে এককেজির মেকআপ, মুক্তির পরই নেটিজেনদের তোপের শিকার থালাইভি

Published : Nov 24, 2019, 01:39 PM IST
মুখে এককেজির মেকআপ, মুক্তির পরই নেটিজেনদের তোপের শিকার থালাইভি

সংক্ষিপ্ত

থালাইভি লুক নিয়ে বিপাকে কঙ্গনা একতরফা প্রশংসা পেলেও প্রশ্ন উঠল লুক নিয়ে শনিবারই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর প্রথম লুক মুখের মধ্যে এক কেজি মেকআপ, তোপ নেটিজেনদের

শনিবারই প্রকাশ্যে এসেছে থালাইভি ছবিতে কঙ্গনা রানওয়াতের প্রথম লুক। সেখান থেকে শুরু করেই শুরু হয় নয়া জল্পনা। এক শ্রেণীর বক্তব্য মেকআপে চেনাই যাচ্ছে না কঙ্গনা রানওয়াতকে। এক কথায় তিনিই যেন জয়ললিতা। অন্যদিকে তোপের শিকার হতে হয়েছে অভিনেত্রী। জয়ললিতার চরিত্রে অভিনয়ের জন্য মুখের ওপর যে পরিমাণ মেকআপ চাপিয়েছেন অভিনেত্রী, তাকে ঘিরেই শুরু হয় জল্পনা।

বেশ কয়েকদিন ধরেই থালাইভি ছবিকে নিয়ে দর্শকদের মনে উত্তেজনা ছিল তুঙ্গে। কবে প্রকাশ পাবে এই ছবির প্রথম লুক, তারই অপেক্ষায় ছিলেন সকলেই। শনিবার প্রকাশ্যে এল ছবির লুক, সঙ্গে প্রকাশ পেয়েছে ছবির টিজারও। কিন্তু সেখানে কঙ্গনাকে যে ধরনের মেকাআপ করতে দেখা গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবির দুটি পর্বে প্রকাশ পেয়েছে দুই ভিন্নরূপ। প্রথম লুকে ও অধ্যায়তে যেভাবে চলচ্চিত্র জগতের জার্নিটা তুলে ধরেছেন কঙ্গনা, তা নিয়ে কোনও দ্বিমত নেই। সমস্যা সৃষ্টি করে ছবির দ্বিতীয় ধাপ নিয়ে।

কঙ্গনার মুখে জয়ললিতার লুক কীভাবে মানাবে, তা নিয়ে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছিল অনেকেরই কপালে। যদিও ছবির নির্মাতা সংস্থা এই দায়ভার দিয়েছিলেন প্রস্থেটিক বিশেষজ্ঞ জসন কলিন্স-এর হাতে। তিনিই তৈরি করেছিলেন এই মেক-আপ। যা দিয়েই কঙ্গনার চেহারায় পরিবর্তন তুলে ধরা হয়। সেই মেকআপ থেকে রীতিমত চটলেন অনেকেই। মুখে চাপানো হয়েছে এক কেজির মেকআপ, প্রকাশ্যেই তোপ থালাইথি-কে।    

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার