দীপাবলিতে ছোটদের নিয়েই পার্টিতে মাতলেন সানি, মায়ের হাত ধরে একই পোশাকে হাজির নিশা

Published : Oct 27, 2019, 03:04 PM IST
দীপাবলিতে ছোটদের নিয়েই পার্টিতে মাতলেন সানি, মায়ের হাত ধরে একই পোশাকে হাজির নিশা

সংক্ষিপ্ত

দীপাবলিতে এবার বিশেষ পার্টির আয়োজন করলেন সানি ছোটদের নিয়েই দীপাবলিতে মাতলেন নায়িকা নিশার সঙ্গে একই পোশাকে পার্টিতে হাজির হন তিনি মুহুর্তে ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়

গোটা দেশ জুড়ে এখন দীপাবলির সেলিব্রেশন। নবরাত্রী থেকেই যেন সকলের সাজ সাজ রব। সেই জোয়ারে এবার গা ভাসালেন সানি লিওন। তবে একা কিংবা কোনও সেলেব পার্টিতে নয়, ছোটদের নিয়েই বিশেষভাবে দীপাবলি পালনে মাতলেন সানি লিওন। 

সম্প্রতি দীপাবলি উপলক্ষ্যে একের পর এক পার্টির খবর উঠে আসছে প্রকাশ্যে। সেই পার্টিতে যোগ দিয়েছেন সানি। সঙ্গে তাঁর তিন সন্তান। তবে এবার বড়দের পার্টিতে অবাঞ্ছিত শিশু নয়, বরং তাদের জন্যই পার্টি দিলেন সানি লিওন। সকলের সঙ্গে গানের তালে নেচে গেয়ে দীপাবলি পালন করলেন সানি। 

 

 

পার্টিতে উপস্থিত ছিল তাঁর তিন সন্তান। সেখানেই নিশার হাত ধরে পার্টিতে প্রবেশ করেন যখন সানি তখনই সকলের নজর কাড়েন। কারণ এদিন পার্টিতে নিশার সঙ্গে রীতি আরনেজা ডিজাইনের পোশাকেই হাজির হয়েছিলেন দুজনে। দীপাবলি উপলক্ষ্যে এই পার্টি আয়োজন করেছিলেন রমেশ তৌরানি, মণীশ মালহোত্রা সহ আরও অনেকেই। মুহুর্তে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা