ছক ভাঙা ভালোবাসার গল্প, মানবিক সম্পর্কের বন্ধনে মুখোমুখি দেব-সৌমিত্র

  • পুরো দমে চলছে ছবির কাজ
  • শীতের ছুটিতেই পর্দায় আসছে সাঁঝবাতি
  • প্রথম বড় পর্দায় একি সঙ্গে সৌমিত্র-দেব
  • শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার

ছক ভাঙার গল্পে ছক ভেঙেই অভিনয় করতে দেখা গেল অভিনেতা দেবকে। বিগত কয়েকবছর ধরেই ছবির বিষয়বস্তু, থেকে শুরু করে ছবির চরিত্র, আমুল বদলের পথেই হাঁটতে দেখা গিয়েছে অভিনেতা দেবকে। কখনও বিষয় হয়ে উঠেছে সমাজ সচেতনা, কখনও বা বিষয় হয়ে উঠতে দেখা গিয়েছে সোশ্যাল ক্রাইম। এবার নিখাদ এক ভালোবাসার গল্প নিয়ে হাজির হচ্ছেন দেব, সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়। 

সামাজিকতার দিক থেকে এই ছবিও যথেষ্ট প্রাসঙ্গিক। যেখানে অধিকাংশ অংশ জুড়েই দেখা মেলে পোস্ত, গোত্র ছবির প্রভাব। তবে সাঁঝবাতি ছবির গল্প বলার ধরণ এক হলেও প্রেক্ষাপট বেশ খানিকটা আলাদা। শনিবারই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। সেখানেই চরিত্রদের সঙ্গে দেখা মেলে এক ঝলক। ছবির পরিচালনায় রয়েছেন লীনা। প্রবীণ নাগরিকদের জীবনের অনেক ওঠা পড়ার স্মৃতির কোলাজই এই ছবি।

Latest Videos

এক মিনিটের টিজারে প্রথমেই দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। যাঁর মনের কোনে জমে রয়েছে হাজারো অভিমান। সন্তানদের প্রতি বিশ্বাস, ভরসা, সবই তাঁর তলানিতে এসে ঠেকেছে। তখন তাঁর একমাত্র অবলম্বণ দেব। দেব তাঁর নিজের সন্তান নন। ফলে তাঁর প্রতিও তাঁর বিশ্বাস করতে ভয়। অজান্তেই প্রশ্ন জাগে, ছেলে চলে যাবে না তো! ভালোবাসার অভিমান জমে পাহাড় বোধ হয় এমন করেই হয়। সেই গল্পই ফুঁটে উঠবে সাঁঝবাতি ছবির মাধ্যমে। 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'ভবলীলা সাঙ্গ করে দেব', বন্দুকের ছবি পাঠিয়ে অডিও বার্তা তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে | TMC News
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral