মুখে এককেজির মেকআপ, মুক্তির পরই নেটিজেনদের তোপের শিকার থালাইভি

  • থালাইভি লুক নিয়ে বিপাকে কঙ্গনা
  • একতরফা প্রশংসা পেলেও প্রশ্ন উঠল লুক নিয়ে
  • শনিবারই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর প্রথম লুক
  • মুখের মধ্যে এক কেজি মেকআপ, তোপ নেটিজেনদের

শনিবারই প্রকাশ্যে এসেছে থালাইভি ছবিতে কঙ্গনা রানওয়াতের প্রথম লুক। সেখান থেকে শুরু করেই শুরু হয় নয়া জল্পনা। এক শ্রেণীর বক্তব্য মেকআপে চেনাই যাচ্ছে না কঙ্গনা রানওয়াতকে। এক কথায় তিনিই যেন জয়ললিতা। অন্যদিকে তোপের শিকার হতে হয়েছে অভিনেত্রী। জয়ললিতার চরিত্রে অভিনয়ের জন্য মুখের ওপর যে পরিমাণ মেকআপ চাপিয়েছেন অভিনেত্রী, তাকে ঘিরেই শুরু হয় জল্পনা।

Latest Videos

বেশ কয়েকদিন ধরেই থালাইভি ছবিকে নিয়ে দর্শকদের মনে উত্তেজনা ছিল তুঙ্গে। কবে প্রকাশ পাবে এই ছবির প্রথম লুক, তারই অপেক্ষায় ছিলেন সকলেই। শনিবার প্রকাশ্যে এল ছবির লুক, সঙ্গে প্রকাশ পেয়েছে ছবির টিজারও। কিন্তু সেখানে কঙ্গনাকে যে ধরনের মেকাআপ করতে দেখা গিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ছবির দুটি পর্বে প্রকাশ পেয়েছে দুই ভিন্নরূপ। প্রথম লুকে ও অধ্যায়তে যেভাবে চলচ্চিত্র জগতের জার্নিটা তুলে ধরেছেন কঙ্গনা, তা নিয়ে কোনও দ্বিমত নেই। সমস্যা সৃষ্টি করে ছবির দ্বিতীয় ধাপ নিয়ে।

কঙ্গনার মুখে জয়ললিতার লুক কীভাবে মানাবে, তা নিয়ে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছিল অনেকেরই কপালে। যদিও ছবির নির্মাতা সংস্থা এই দায়ভার দিয়েছিলেন প্রস্থেটিক বিশেষজ্ঞ জসন কলিন্স-এর হাতে। তিনিই তৈরি করেছিলেন এই মেক-আপ। যা দিয়েই কঙ্গনার চেহারায় পরিবর্তন তুলে ধরা হয়। সেই মেকআপ থেকে রীতিমত চটলেন অনেকেই। মুখে চাপানো হয়েছে এক কেজির মেকআপ, প্রকাশ্যেই তোপ থালাইথি-কে।    

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh