রাজ চক্রবর্তীর অফিস কতটা পরিপাটী করে সাজানো! দেখে নিন ভিডিও

swaralipi dasgupta |  
Published : Jun 23, 2019, 01:57 PM IST
রাজ চক্রবর্তীর অফিস কতটা পরিপাটী করে সাজানো! দেখে নিন ভিডিও

সংক্ষিপ্ত

বিয়ের পরে প্রথম এক ছবিতে কাজ করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছবির নাম পরিণীতা। ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশে পেয়ে গিয়েছে এবার ইউটিউবে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট চ্যানেলে মুক্তি পেল ছবির মহরৎ-এর ভিডিও শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তা শেয়ার করলেন  

বিয়ের পরে প্রথম এক ছবিতে কাজ করছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির নাম পরিণীতা। ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশে পেয়ে গিয়েছে। এবার ইউটিউবে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট চ্যানেলে মুক্তি পেল ছবির মহরৎ-এর ভিডিও। শুভশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তা শেয়ার করলেন। 

রাজের ইউটিউব চ্যানেলে-র প্রথম ভিডিও এটি। ভিডিও-য়ে দেখা যাচ্ছে ছবির জন্য মহরৎ পুজো হচ্ছে। রাজের অফিসেই। ছবিতে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় ঋত্বিক চক্রবর্তী। ভিডিও-য়ে দেখা যাচ্ছে পুজোয় উপস্থিত রয়েছেন রাজ, শুভশ্রী, ঋত্বিক, গৌরব চট্টোপাধ্য়ায়, ঋদ্ধিমা চট্টোপাধ্যায় ও ছবির কলাকুশলীরা। শুভশ্রী, ঋত্বিক প্রত্য়েকেই ছবিটি নিয়ে বেশ এক্সাইটেড। ভিডিও-তে দেখা যায়, রাজের অফিসও বেশ পরিপাটী করে সাজানো। 

 

 

ছবির গল্প লিখেছেন প্রিয়ঙ্কা পোদ্দার ও অর্ণব ভৌমিক। ছবির সংলাপ পদ্মনাভ দাশগুপ্ত। পোস্টার মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। ছবির প্রছম লুক প্রকাশ্যে আসে জামাই ষষ্ঠীর দিন। পোস্টার জুড়ে রয়েছে শুভশ্রী ও ঋত্বিকের সিঁদুরে রাঙা মুখ। 

প্রসঙ্গত, সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত শেষ থেকে শুরু মুক্তি পেয়েছে। ছবিতে রয়েছেন কোয়েল মল্লিক ও জিৎ। 

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা